যুব সমাজের পরিবর্তন এবং মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে মাগুরার মহম্মদপুরে ড. আলী আফজাল ফাউন্ডেশনের আয়োজনে কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকালে উপজেলার শহীদ আহাদ-সুমন মিনি স্টেডিয়ামে আট দলীয় এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় ম্যাচে ১ শূন্য গোলে রাজাপুর ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে মহম্মদপুর ফুটবল একাদশ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কাবুল, বিশিষ্ট সমাজসেবক মো: জিয়াউল হক বাচ্চু, সহকারী অধ্যাপক মো: অছিউজ্জামন বুলবুল, কৃতি ফুটবলার ও কৃষি ব্যাংক কর্মকর্তা মুস্তাফিজুর রহমান নান্নু, ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক নাইমুল হুদা ও প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল প্রমূখ।
https://www.kaabait.com