অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা স্থানীয় সরকার ও যুব–ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা। তিনি কোন রাজনৈতিক দলে যোগ দেবেন—সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহলে এখন সেটিই আলোচনার কেন্দ্রবিন্দু।
গুঞ্জন রয়েছে, গণঅধিকার পরিষদের গুরুত্বপূর্ণ একটি পদে তিনি যোগ দিতে পারেন। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। বিদায়ী সংবাদ সম্মেলনেও আসিফ মাহমুদ স্পষ্ট করে জানান, তিনি নির্বাচন করতে চান, কিন্তু কোন দল থেকে করবেন তা এখনো ঠিক হয়নি।
এদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা-১০ আসনটি ফাঁকা রেখে আরও জল্পনা বাড়িয়ে দিয়েছে। জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া দলটিতে আসিফ মাহমুদের যোগদানের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে।
ঢাকা-১০: আসিফ মাহমুদের পছন্দের আসন
কিছুদিন আগেই তিনি ঢাকা-১০ আসনে (ধানমন্ডি এলাকা) ভোটার হয়েছেন। এ থেকেই ধরে নেওয়া হচ্ছে—এই আসন থেকেই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মিডিয়ার খবরে জানা যায়, এই আসনে তার মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দের অভিযোগও তুলেছিল কয়েকটি গণমাধ্যম। ফেসবুকেও তিনি এ আসন থেকে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন।
গণঅধিকার পরিষদ ও এনসিপি—উভয় দলই ঢাকা-১০ আসনটি ফাঁকা রেখেছে। বিএনপি প্রথমে এই আসনটি খালি রাখলেও পরবর্তীতে শেখ রবিউল আলমকে প্রার্থী ঘোষণা করে। তবে দলগুলো জানিয়েছে—এটি এখনও চূড়ান্ত নয়। ফলে প্রয়োজন হলে তারা পরিবর্তনও আনতে পারে।
গণঅধিকার পরিষদ কী বলছে?
রাশেদ খান জানান,
“আসিফ আমাদের সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করেছে। আমাদের দুয়ার তার জন্য খোলা। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিএনপি, গণঅধিকার পরিষদ বা এনসিপি—সে যেকোনো দলে যোগ দিতে পারে। চাইলে নতুন দলও গঠন করতে পারে।”
তিনি আরও বলেন,
“বিশ্ববিদ্যালয় সময় থেকেই আমাদের মধ্যে ঘনিষ্ঠতা ছিল। আন্দোলন-সংগ্রামে নেতৃত্বও দিয়েছে। তাই সে যদি মনে করে আবার আমাদের সঙ্গে কাজ করবে—সেটিও সম্ভব।”
তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে আলোচনা চলছে বলেও তিনি জানান, তবে তা দলভিত্তিক সিদ্ধান্ত নয়, বরং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে।
এনসিপির অবস্থান
এনসিপি আজ ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। কিন্তু ঢাকা-১০ আসনটি খালি রাখা হয়েছে—যা আসিফ মাহমুদের যোগদানের সম্ভাবনা আরও জোরালো করছে।
তাহলে কোন দলে যাচ্ছেন তিনি?
এ প্রশ্নের উত্তর এখনো কেউ দিতে পারছেন না।
বিএনপি, গণঅধিকার পরিষদ ও এনসিপি—তিন দলেরই সম্ভাবনা খোলা রেখে দিয়েছেন আসিফ মাহমুদ।
বিদায়ী সংবাদ সম্মেলনে তিনি বলেন— “আমি নির্বাচন করব। কিন্তু কোন দল থেকে করব তা এখনো বলার মতো পরিস্থিতি হয়নি।”
https://www.kaabait.com