• শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৪:২১
সর্বশেষ :
ডুমুরিয়ায় তিন বছরের শিশু ধ র্ষ ণের অভিযোগে ধ র্ষ ক আটক কালিগঞ্জের কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সাতক্ষীরার ২০৩ কিমি সীমান্তে বিজিবির টহল জোরদার, সহায়তায় প্রস্তুত এলাকাবাসী কৃষ্ণনগরে চোর-চক্রের হানা, স্বর্ণালঙ্কারসহ অর্ধ কোটি টাকার সম্পদ লুট শ্যামনগরে স্থানীয় সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষন শ্যামনগরে সরকারি জায়গা দখলের হিড়িক, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কালিগঞ্জের বিষ্ণুপুরে শত্রুতার জেরে বৃক্ষ নিধন করেছে দূ র্বৃ ত্তরা শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন সাংবাদিককে কারাদন্ড দেওয়া সেই ইউএনওকে অবশেষে রংপুরে বদলী বিলের ভিতর কালভার্টের নিচে পড়ে ছিল দিনমজুর নারীর লা শ

গর্ভাবস্থায় থাইরয়েড সমস্যার লক্ষণ

প্রতিনিধি: / ২২২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

স্বাস্থ্য: যাঁরা গর্ভধারণ করতে চাচ্ছেন, তাঁদের থাইরয়েড হরমোনের মাত্রা একটি নির্দিষ্ট পরিমাণে থাকতে হবে। হাইপারথাইরয়েডিজম (থাইরয়েড হরমোনের আধিক্য) এবং হাইপোথাইরয়েডিজম (থাইরয়েড হরমোনের ঘাটতি) উভয়ই গর্ভধারণে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। থাইরয়েড হরমোনের ঘাটতি মায়ের ডিম্বাশয় থেকে ডিম্বাণু ফুটতে (ওভুলেশন) বাধা দেয়। এজন্য যাঁদের থাইরয়েড হরমোনের ঘাটতি আছে, তাঁদের কনসিভ করতে সমস্যা হতে পারে। তাই কনসিভ করতে দেরি হলে অবশ্যই থাইরয়েড হরমোন পরীক্ষা করা উচিত।
হাইপোথাইরয়েডিজমের লক্ষণ
* ক্লান্তি * তন্দ্রাভাব * অবসাদ
* শীত সহ্য করতে না পারা
* ওজন বৃদ্ধি পাওয়া * কোষ্ঠকাঠিন্য
* অনিয়মিত মাসিক
* মাসিকে অতিরিক্ত রক্তক্ষরণ
* কনসিভ করতে সমস্যা বা ইনফর্টিলিটি
* হাইপারথাইরয়েডিজমের লক্ষণ
* দ্রæত ওজন কমে যাওয়া
* বুক ধড়ফড় করা
* অতিরিক্ত ঘাম হওয়া
* গরম সহ্য করতে না পারা
* গা গরম থাকা
কনসিভ করতে থাইরয়েড হরমোনের লেভেল কত থাকতে হবে?
যাঁরা বাচ্চা নিতে চাচ্ছেন তাঁদের সেরাম টিএসএইচ লেভেল ০.১-২.৫ এর মধ্যে থাকতে হবে। এ ছাড়া গর্ভকালীন অবস্থায় বাচ্চা ও মায়ের সুস্থতার জন্য সেরাম টিএসএইচ লেভেল একটি নির্দিষ্ট মাত্রায় রাখতে হবে।
* গর্ভাবস্থায় প্রথম তিন মাস ০.১-২.৫
* গর্ভাবস্থায় দ্বিতীয় তিন মাস ০.২-৩.০
* গর্ভাবস্থায় তৃতীয় তিন মাস ০.৩-৩.৫ এর মধ্যে রাখতে হবে।
তাই যাঁরা আগে থেকেই থাইরয়েডের ওষুধ খাচ্ছেন গর্ভাবস্থায় এর ডোজ পুনর্নির্ধারণের প্রয়োজন হতে পারে। গর্ভাবস্থায় এক মাস পর পর হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিন। গর্ভাবস্থায় হাইপোথাইরয়েডিজম থাকলে মায়ের কী ক্ষতি হতে পারে?
* গর্ভপাত * গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ
* গর্ভাবস্থায় খিঁচুনি
* প্রসব-পরবর্তী রক্তক্ষরণ
* সময়ের আগেই ডেলিভারি
* মায়ের হার্ট ফেইলিওর * ইনফেকশন
* রক্তশূন্যতা
মায়ের থাইরয়েডের সমস্যা থাকলে শিশুর কী কী ক্ষতি হতে পারে?
* মেধা বিকাশ কম হওয়া
* গ্রোথ বা বৃদ্ধি কম হওয়া
* জন্মগত ত্রæটি
* মৃত শিশু প্রসব হওয়া
* শিশুর থাইরয়েডের সমস্যা
* বুদ্ধিপ্রতিবন্ধী শিশু


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com