• রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১২:২২
সর্বশেষ :
দেবহাটায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালীগঞ্জ বিজয়ী বিএনপি ছেড়ে অর্ধশতাধিক কর্মী-সমর্থক যোগ দিলেন জামায়াতে ডুমুরিয়ায় ফুলকপির বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি সাতক্ষীরার শ্যামনগরে ডাকাতি প্রস্তুতিকালে আটক ২ বাউখোলায় ঐতিহ্যবাহী ঢালী খেলা অনুষ্ঠিত দলের মনোনয়ন আমার কর্ম ও জনগণের প্রতি দায়িত্ববোধের স্বীকৃতি: কাজী আলাউদ্দিন খুলনা বিভাগে বিএনপির একমাত্র নারী প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী আশাশুনিতে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দেবহাটায় বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালী ও সমাবেশ ক্ষু’ধার জ্বালায় কেশবপুর ছেড়ে ডুমুরিয়ায় হনুমানের আগমণ

গাজীপুরের সাংবাদিক হ’ত্যা’র প্র’তি’বা’দে পাটকেলঘাটায় মানববন্ধন ও প্র’তি’বা’দ সমাবেশ

আল মামুন / ২১৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

গাজীপুরে কর্মরত এক সাংবাদিককে নির্মমভাবে হত্যার ঘটনায় দেশের সর্বস্তরে নিন্দার ঝড় বইছে। এরই অংশ হিসেবে সাতক্ষীরার পাটকেলঘাটা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৯আগষ্ট) বিকালে পাটকেলঘাটা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, পাটকেলঘাটা প্রেসক্লাব সভাপতি আব্দুল মমিন, সাধারণ সম্পাদক ইয়াছিন আলী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন,সিনিয়র সহ-সভাপতি নাজমুল হক খান, সহ-সভাপতি প্রভাষক নাজমুল হক, সহ: সাধারন সম্পাদক শাহীন আলম, প্রতিদিনের কাগজের সাতক্ষীরা প্রতিনিধি এম ইদ্রিস আলী, একুশের সংবাদের জেলা প্রতিনিধি সানজিদুল হক ইমন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক খান আতাউর রহমান, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মোঃ আলমগীর হোসেন, পেশাজীবি বিভাগের পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন হাফেজ শাহ আলম।

 

কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিক হত্যা শুধু ব্যক্তিকে নয়, পুরো সমাজ ও গণতন্ত্রকে আঘাত করে। তারা দাবি জানান—যত দ্রুত সম্ভব হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এমন ঘৃণ্য অপরাধ করার সাহস না পায়।

 

বক্তারা আরও বলেন, দেশে ক্রমবর্ধমান হারে সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

 

এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মখফুর রহমান জান্টু, মুজিবর রহমান, আবু হোসেন, আল মামুন, মনিরুজ্জামান মনি, নব কুমার দে, এম এম জামান মনি, খাইরুল আলম সবুজ, নাজমুল হাসান মিঠু, বিশ্বজিৎ চক্রবর্তী, শাহীন বিশ্বাস, গোলাম রব্বানী, আক্তারুজ্জামান প্রমুখ।

 

এ সময় অংশগ্রহণকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে স্লোগান দেন। স্থানীয় সাংবাদিক নেতারা ঘোষণা দেন, দ্রুত ব্যবস্থা না নিলে সারা দেশে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com