• বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২:৫০
সর্বশেষ :
তালায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ উদযাপন দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা ডুমুরিয়ায় গ্রীষ্মকালীন খেলাধুলার প্রস্তুতিমূলক সভা মানষিক ভারসাম্যহীন মফিজুল ৩দিন ধরে নি’খোঁ’জ! যুবদলনেতা শামীম হ’ত্যার ঘা’ত’ক স্ত্রী বৃষ্টি ও শালক গ্রেফতার তালা হাসপাতালে রোগী নেওয়ার নাম করে ভ্যান চু’রি ব্রিটিশ শাসনামল ১৮৬৭সালে প্রতিষ্ঠিত পৌরসভা আবারো ফিরে পাওয়ার দাবী কালিগঞ্জে ধুলিয়াপুর হাইস্কুলে দু’র্নী’তি প্রতিরোধ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রে’ফ’তা’র শ্যামনগরে নদীর চর দ’খ’ল করে গড়ে তোলা রিসোর্ট উচ্ছেদ করলো প্রশাসন

চাঁদার টাকা না পেয়ে ঘের দখল গাছ কর্তন ও মাছ লুটের অভি যো গ

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ৯৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে মৎস্য ঘের জবর দখল, গাছ কর্তন ও মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

 

শ্রীউলার কাকড়াবুনিয়া গ্রামের মৃত আলী হোসেন সানার ছেলে আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে দাখিলকৃত অভিযোগে জানাগেছে, গাজীপুর মৌজায় কাকড়াবুনিয়া বিলে বাদীর ক্রয়কৃত সাড়ে ৫ বিঘা সম্পত্তির মৎস্য ঘের আছে। বিবাদী কাকড়াবুনিয়া গ্রামের মৃত গফুর সানার ছেলে দ্বীন মোহাম্মদ সানা, মৃত ওয়াজেদ আলী সানার ছেলে রফিকুল ইসলাম সানা (হাসেম), মৃত আঃ রহমানের ছেলে মোস্তাক, মৃত গফুর সানার ছেলে জাহাঙ্গির (নাটা) দীর্ঘদিন হতে তার মৎস্য ঘেরের ক্ষয়ক্ষতি করা সহ ঘের পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে। গত বছর১৮ জুলাই সন্ধ্যা ৭ টার দিকে তিনি ঘের পাহারা দিচ্ছিলেন। তখন বিবাদীরা চাইনিজ কুড়াল, লোহার হাতুড়ী, জিআই পাইপ ইত্যাদি নিয়ে ঘেরে অনাধিকারে প্রবেশ করে বলে, এখানে ঘের করতে গেলে আমাদেরকে দেড় লক্ষ টাকা চাঁদা দিতে হবে নতুবা ঘের করতে দেব না। চাঁদার টাকা দিতে অপারকতা প্রকাশ করলে অস্ত্র উচিয়ে তাকে খুন জখম করতে উদ্যত হয়। বাদী প্রাণ ভয়ে দৌড়ে পালিয়ে যায়। তারা ঘেরের আশপাশে ঘোরাফেরা এবং ঘের হতে মাছ লুটপাট করছে। ভেড়ী বাঁধের উপর লাগানো বিভিন্ন প্রজাতির গাছগাছালি কর্তন করেছে। ইতিপূর্বে ৭ আগষ্ট একই ভাবে গাজীপুর মৌজায় বাদীর ৩০ বিঘা জমির মৎস্য ঘেরে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করেছিল। না পেয়ে বাসায় থাকা ৩৫ হাজার টাকার মালামাল ও ৭০ হাজার টাকার মাছ লুটকরে। এবং পরবর্তীতে আরও ৩ লক্ষাধিক টাকার মাছ মেরে নিয়।

 

এবছর ২৩ ফেব্রুয়ারী আবারও ঘেরে হামলা করলে আম্বিয়া খাতুন, তার বোন ও জামাই বাধা নিষেধ করতে গেলে মারপিট করে জখম করা হয়। নগদ টাকা, স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। এব্যাপারে আম্বিয়া খাতুন বাদী হয়ে থানায় মামলা (নং ২২ তাং ২৬/৩/২৫) দায়ের করেন। কিন্তু আসামীরা জামিনে মুক্ত হয়ে বেপরোয়া হয়ে উঠে।

 

এব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন বাদী আব্দুল্লাহ আল মামুন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com