• বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০২:২৬
সর্বশেষ :
দরগাহপুরে কাজী আলাউদ্দীনের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ ব্যাংকের বুথ প্র’ত্যা’হার ঠেকাতে কৃষ্ণনগর বাজার ব্যবসায়ীদের মান’বব’ন্ধন শেখ হাসিনার বহরে হা’ম’লা মা’ম’লায় সাবেক এমপি হাবিবসহ সব আসামির খালাস, মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল কোমরপুরে চোখের ছানি অপারেশন ও চিকিৎসা ক্যাম্পেইন ডুমুরিয়ায় সিনজেন্টা কোম্পানি রিটেইলার মতবিনিময় কর্মশালা শ্যামনগরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ঐক্যজোটের বি’ক্ষো’ভ মিছিল ও সমাবেশ ডুমুরিয়ায় ইউনাইটেড কোম্পানি রিটেইলার মতবিনিময় কর্মশালা কলারোয়ায় ৫ দিনের শিশু কন্যাকে খালে ফেলে হ’ত্যা, মা গ্রে’প্তা’র হাসানপুর ইউনিয়ন বিএনপি নেতা কাকরের বি’রু’দ্ধে অ’প’ক’র্মের পাহাড়: র’ক্ষা পেতে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের ফতুল্লায় ২টি ষাঁড় পালনের মধ্য দিয়ে সফল নারী খামারী ফরিদা

জামায়াত ঘের দখল, জমি দখল, বালু উত্তোলন করে না– সাতক্ষীরায় মিয়া গোলাম পরোয়ার

বিবিসি সাতক্ষীরা ডেস্ক / ২৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারী অধ্যাপক গোলাম পরোয়ার বলেছেন, সারা বাংলাদেশের মানুষ এবার দাড়ী পাল্লায় ভোট দিতে প্রস্তুত আছে। নতুন বাংলাদেশে যে ঢেউ শুরু রয়েছে হয়েছে তারা সারা বাংলা দেশে পৌছে দিতে হবে। জামায়াত ইসলামী গুম,খুন,লুটপাট ও দুর্নীতি মুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়।

 

সোমবার বিকাল ৩টায় সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কোন উস্কানিতে উত্তেজিত না হয়ে তালা-কলারোয়ার মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোন উস্কানির ফাঁদে পা দেবেন না। একটি পক্ষ আমাদের গণ জোয়ার রুখে দিতে ষড়যন্ত্র চালাচ্ছে। জামায়াত ঘের দখল করে না, জমি দখল করে না, বালু উত্তোলন করে না। জামায়াত ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না। দুর্নীতি থাকবে না, লুটপাট থাকবে না। তাই এবার সকলকে দাড়ীপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

 

তালা উপজেলা জামায়াতের আমীর মাও: মফিদুল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ,খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী নূরুল ইসলাম সাদ্দাম, জেলা জামায়াতের সেক্রেটারী মাও: আজিজুর রহমানসহ অন্যরা। ##


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com