টঙ্গির বিশ্ব ইজতেমার ময়দানে নিরিহ ঘুমন্ত ও নামাজরত মুসল্লিদের উপর সা’দপন্থি সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ৪ জন মুসল্লি শহিদ হওয়ার ও শত শত জন আহত হওয়ায় খুলনা -সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়ায় প্রতিবাদ ও মানববন্ধন।
শনিবার ২১ডিসেম্বার দুপুর ১২টায় ডুমুরিয়া বাসস্ট্যান্ড, প্রেসক্লাবের সামনে ডুমুরিয়া উপজেলা তৌহিদি জনতার আয়োজনে ডুমুরিয়া উপজেলা সাজিয়াড়া সামছুল উলুম মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা মোস্তাক আহম্মাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা আল জামিয়াতুল আরাবিয়া সাজিয়াড়া শামছুল উলুম মাদ্রাসার সভাপতি হযরত মাওলানা মুফতী আব্দুল কাইয়ুম জমাদার, বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মুফতী ফকরুল হাসান যশোরী,সাজিয়াড়া শামসুল উলুম মাদ্রাসার শিক্ষক, মাওলানা আব্দুর রহমান,মাওলানা মুফতি ফায়জুল করিম, মাওলানা আব্দুল গাফফার, হাফেজ তৌহিদুল ইসলাম, আলহাজ্ব মাওলানা বিল্লাহ হোসেন, ব্যবসায়ী মনিরুল ইসলাম, মাওলানা আজহারুল ইসলাম, মাওলানা মুফতি মাসুম বিল্লাহ, মাওলানা মুফতি মিজানুর রহমান, মাওলানা জাকারিয়া, হাফেজ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, হাফেজ আবু রায়হান অনুষ্ঠান সার্বিক সঞ্চালনা করেন হাজরা মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা ফয়জুল করিম প্রমুখ।
বক্তারা বলেন টুঙ্গি ইজতেমা মাঠে হামলার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের শাস্তি দাবি করেন এবং সাদ পন্থীদের অবাঞ্চিত ঘোষনার দাবি জানান।
সবশেষে ইজতিমা ময়দানে সাদপন্থী সন্ত্রাসীদের হামলায় ৪ শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বাসস্ট্যান্ড থেকে শুরু করে
বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডুমুরিয়া প্রেস ক্লাবের সামনে শেষ হয়।
https://www.kaabait.com