ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের আয়োজনে শনিবার ২৬জুলাই সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন,সম্মেলন কক্ষে পুরস্কার বিতারণী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত পুরস্কার বিতারণী সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আল আমিন, প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন পরিচালক কলেজ ও প্রশাসন উইং, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর,বাংলাদেশ, ঢাকার প্রফেসর বি,এম, আব্দুল হান্নান।
বিশেষ অতিথী হিসাবে বক্তব্য দেন খুলনা খুলনা বিভাগীয় পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ড, মোঃ আনিস আর রেজা,খুলনা বিভাগীয় উপ পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মোঃকামরুজ্জান, ডুমুরিয়া মহিলা কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা মুফতি আব্দুল কায়ুইম জমাদার, বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। যারা আজ পুরস্কার পেয়েছে, তারা শুধু নিজেদের নয়, বরং পরিবার, প্রতিষ্ঠান ও সমাজের গর্ব। সরকারের এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে, পড়াশোনায় আরও মনোযোগী হতে সহায়তা করে। আমরা আশা করি এই পুরস্কার আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা জোগাবে।
আলোচনা সভা শেষে ৩৩জন বিভিন্ন কাটা গাড়িতে কলেজে স্কুলের ছাত্র-ছাত্রীদের কে পুরস্কার বিতারণ করেন।
সার্বিক সঞ্চালনায় ছিলেন ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাশীষ বিশ্বাস।
https://www.kaabait.com