• মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১২:৩৮

ডুমুরিয়ায়‌ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ৩৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বের পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়নের ডুমুরিয়া উপজেলা পরিবার পরিকল্পনার আয়োজনে সোমবার ১৪জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

 

ডুমুরিয়া উপজেলা প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় ডুমুরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মহসিনা ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, ডুমুরিয়া থানার ওসি তদন্ত অছের আলী, ডুমুরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, ডুমুরিয়া উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ বাইজিদ আব্দুল্লাহ, পরিবার পরিকল্পনা পরিদর্শক এস কে সাইফুল ইসলাম, অমিয় তরফদার, মন্জুরা খাতুন, এস এম শাহিন আলম, প্রমুখ।

 

যে কোন উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে যদি আপনি সঠিক উপাত্ত না দেন, তাহালে সবকিছু এলোমেলো হয়ে যেতে পারে। তাই উপাত্ত সঠিকভাবে সংগ্রহ করতে হবে। এরই ধারাবাহিকতায় ১৯৭৪ সালে আদমশুমারি করা হয়। সর্বশেষ ২০২২ সালে দেশে জনশুমারি সম্পন্ন করা হয়। বর্তমানে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে অর্থনৈতিক শুমারি চলছে।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যেরভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি’।

 

বিশ্ব জনসংখ্যা দিবসের তার বক্তব্যে সাধারণত জনসংখ্যা বৃদ্ধি, এর প্রভাব এবং পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি তরুণ প্রজন্মের ক্ষমতায়নের ওপর জোর দেন এবং একটি ন্যায্য ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ার লক্ষ্যে তাদের উৎসাহিত করেন। এছাড়াও, দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় এবং জনসংখ্যা বিষয়ক বিভিন্ন ডেটা ও তথ্য উপস্থাপন করেন।

 

যারা স্বাস্থ্য বিভাগের সাথে জড়িত তাদের নৈতিক দায়িত্বের মাধ্যমে সকল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে। দেশের সার্বিক উন্নয়নে পরিবার পরিকল্পনার বিকল্প নেই। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রত্যন্ত অঞ্চলে বর্তমান সরকার ১৫ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। এর ফলে মাতৃত্বকালীন মা-শিশু মৃত্যুহার কমে এসেছে।

 

আলোচনা সভা পুরস্কার বিতরণ করেন এরা হলেন, শ্রেষ্ঠ পুরস্কার পেলেন পরিবার কল্যাণ সহকারী লুপ্তি রাণী মন্ডল,
ডুমুরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক তাওহীদ হাসান রনি, কাজী সুলতানা জাহান, এস, এম‌,সোহরাব হোসেন,
অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় ছিলেন শাহনেওয়াজ বাপ্পী।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com