• রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৮:৫৯
সর্বশেষ :
তালা সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস আটক আওয়ামীলীগ নেতার নেতৃত্বে বাক প্রতিবন্ধী শিশুসহ গৃহবধুর উপর হামলা ডুমুরিয়ায় ব্যাবসায়ী সম্মেলন দেবহাটায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালীগঞ্জ বিজয়ী বিএনপি ছেড়ে অর্ধশতাধিক কর্মী-সমর্থক যোগ দিলেন জামায়াতে ডুমুরিয়ায় ফুলকপির বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি সাতক্ষীরার শ্যামনগরে ডাকাতি প্রস্তুতিকালে আটক ২ বাউখোলায় ঐতিহ্যবাহী ঢালী খেলা অনুষ্ঠিত দলের মনোনয়ন আমার কর্ম ও জনগণের প্রতি দায়িত্ববোধের স্বীকৃতি: কাজী আলাউদ্দিন খুলনা বিভাগে বিএনপির একমাত্র নারী প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী

ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন ও সমাবেশ

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ২৩৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন ও সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গত ৫ আগস্ট আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। বিগত ১৫ বছর যাবত ব্যবসা বাণিজ্য , স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসসহ প্রতিটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে বিরাধীদলের কোন ঠাঁই হয়নি। ছাত্র-জনতার গণবিক্ষোভে, গণআক্রোশে শেখ হাসিনা তার বোনকে নিয়ে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। এ জন্য ক্ষমতায় এসে কোন অহঙ্কার দাম্বিকতা মানুষের প্রতি প্রতিশোধ নেওয়া নিজেকে শক্তিশালী মনে করা ঠিক নয় । রাজনীতিতে সব সময় মানুষকে ভালোবাসো, মানুষের দুঃখ কষ্টে পাশে থাকো, ভাই হিসাবে ভাইয়ের পাশে থেকো, ভালোবেসে মানুষের অন্তর জয় না করতে পারলে সে রাজনীতিতে কখনো মানুষ ভালোবাসা পায় না।

 

তিনি বলেন, শেখ হাসিনার ১৫ বছরে আমাকে ৭ বছরের বেশি সময় জেলখানায় রাখা হয়েছে। ৬০ দিনের রিমান্ডে কাটাতে হয়েছে। তিনি আরো বলেন ডুমুরিয়া উপজেলা জলাবদ্ধতা নিরসনে নদীতে নেট পাটা তুলে দেওয়ার জন্য জোর দাবি জানান।

 

মঙ্গলবার দুপুর‌২টায় ডুমুরিয়া থানা জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। দলের ডুমুরিয়া থানা আমীর মাওলানা মুখতার হুসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, অধ্যাপক মাহবুবুল ইসলাম, গোলাম কুদ্দুস,জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও গাওসুল আযম হাদী, বায়তুল মাল সম্পাদক হাফেজ আমিনুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য এড. ইউসুফ আলী, বি এন পি নেতা মোল্লা আবুল কাশেম, মাওলানা মুফতী আব্দুল কাইয়ুম জমাদার, ডুমুরিয়া থানার সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মাওলানা সিরাজুল ইসলাম, উত্তর ডুমুরিয়ার আমির সাইফুল্যাহ, সেক্রেটারি আলমগীর হোসেন,মোসলেম উদ্দিন, শিবিরের জেলা সভাপতি বেলাল হোসেন রিয়াদ, ডুমুরিয়া থানার সভাপতি শিবিরের আবু তাহের, শামিদুল হাসান, প্রমুখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com