সাতক্ষীরার তালা উপজেলায় একটি আম বাগান থেকে আলাউদ্দিন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার খলিলনগর ইউনিয়নের হরিচন্দ্রকাটি গ্রামের একটি আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আলাউদ্দিন ওই গ্রামের মৃত আনসার শেখের ছেলে। স্থানীয়দের বরাতে জানা গেছে, আম বাগানের একটি গাছের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহের পাশে একটি ব্যাগ, একটি লাঠি, একটি গামছা ও এক জোড়া জুতা উদ্ধার করেছে। এছাড়া নিহতের গলায় দাগের চিহ্ন পাওয়া গেছে, যা মৃত্যুর ঘটনাকে রহস্যজনক করে তুলেছে।
নিহতের স্ত্রী ইসমতারা জানান, আলাউদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি বাড়ি থেকে বের হন। পরে সকালে ছাগল চরাতে গিয়ে গফুর মোল্লা নামে এক ব্যক্তি আম বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানান।
স্থানীয় বাসিন্দা আবু বক্কর মোড়ল বলেন, আলাউদ্দিন কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন। তার হাতে সবসময় একটি লাঠি ও একটি ব্যাগ থাকত। তবে গলায় দাগের চিহ্ন থাকায় মৃত্যুর বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণসহ তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
https://www.kaabait.com