দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৮ অক্টোবর বিকাল সাড়ে ৪ টায় কুলিয়া বাজার মাহিন্দ্রা গ্যারেজে নির্বাচনী পথসভায় জামায়াতে ইসলামী কুলিয়া ইউনিয়ন শাখার আমীর মাওলানা আঃ গফফার এর সভাপতিত্বে ও কুলিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি সাদিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
উদ্বোধনী বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কুলিয়া ইউনিয়ন শাখার আমীর মাওলানা আঃ গফফার।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন যথাক্রমে সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, হিন্দু সম্প্রদায় প্রতিনিধি ইউপি সদস্য প্রেম কুমার, সাতক্ষীরা জেলা কর্ম পরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, দেবহাটা উপজেলা আমীর মাওলানা অলিউল ইসলাম ও উপজেলা জামায়াতের সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা কর্ম পরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারি ইসরাঈল আশেকী, দেবহাটা উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন কর্ম পরিষদ সদস্য মাওলানা রুহুল আমিন, উপজেলা কর্ম পরিষদ সদস্য ও ক্রীড়া সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, দেবহাটা থানা শিবিরের সভাপতি রোকনুজ্জামান রোকন ও জামায়াত নেতা মাসুম খান চৌধুরী প্রমুখ।
https://www.kaabait.com