• বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫০
সর্বশেষ :
দেবহাটায় প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা শ্যামনগরে সরকারিভাবে নিলামকৃত জমি ও মৎস্য ঘের জো’র’পূর্বক দ’খ’লের চেষ্টা বাংলাদেশের প্রতিনিধি হয়ে ব্যাংককে স্পাইন কনফারেন্সে অংশ নিচ্ছেন ডা. পলাশ কালিগঞ্জে ইয়াবাসহ দুই মা’দ’ক ব্যবসায়ী আ’ট’ক, কা’রাদ’ণ্ড বালিথায় গ্যাস ট্যাবলেট খেয়ে এক ব্যক্তির আ’ত্ম’হ’ত্যা শ্যামনগরে কপ৩০ পূর্ববর্তী আঞ্চলিক সংলাপ অন্তর্ভুক্তিমূলক জলবায়ু পদক্ষেপে নতুন প্রত্যাশা কে’য়া’ম’তের দিন মানুষ নিজের তিন পাশে যা দেখতে পাবে তালার মাগুরা ইউনিয়ন বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত ডুমুরিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন আশাশুনিতে দৈনিক সাতক্ষীরার সকালের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দেবহাটার সীমান্ত নদী ইছামতির ঝুকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার শুরু

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ১৭৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
ইছামতির ঝুকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার শুরু

দেবহাটার সীমান্ত নদী ইছামতির দূর্বল ও ঝুকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে। বাধ সংস্কারের কাজ পরিদর্শন করেছেন দেবহাটা ইউএনও মোঃ আসাদুজ্জামান ও  সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দীন। রবিবার ২৫ আগষ্ট দুপুর ২টার দিকে তিনি অন্যান্য কর্মকর্তাদের নিয়ে কাজ পরিদর্শন করেন।ভারত-বাংলাদেশ বিভাজনকারী সীমাবর্তী নদী ইছামতির ভাতশালা ও কোমরপুরসহ বিভিন্ন পয়েন্টে গত কয়েকদিনের অতি বর্ষন ও দীর্ঘদিন সংস্কার না করায  বেড়িবাঁধগুলো ভাঙ্গনের উপক্রম হয়েছিল।
ক্রমশ ভাঙ্গতে ভাঙ্গতে নদীর বাধ শেষ হতে বাকি আছে মাত্র কয়েক ফুট। যে কোন সময় ভেঙ্গে গোটা এলাকা প্লাবিত হওয়ার আশংঙ্কা বিরাজ করছিল। বাঁধ ভেঙ্গে প্লাবিত হলে মানুষের জানমাল, ফসলি জমিসহ লাখ লাখ টাকার সম্পত্তি রক্ষা করা সম্ভব হবে না বলে জানিয়েছেন নদী পাড়ের বাসিন্দারা। এবিষয়ে গত কয়েকদিনের জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে টনক নড়ে সংশ্লিষ্ট দপ্তরের।
সরেজমিনে দেখা গেছে, দেবহাটার ইছামতি নদীর ভাতশালার বিশ্বাস বাড়ি এলাকা, কোমরপুর, সুশীলগাতী, বসন্তপুর ও নাংলা এলাকার বেড়িবাঁধ বিলীন হওয়ার উপক্রম হয়েছে। দীর্ঘ কয়েক বছর যাবৎ ভাঙ্গতে ভাঙ্গতে বেড়িবাঁধের এক-তৃতীয়াংশ ভেঙ্গে নদীতে বিলিন হয়ে গেছে। একাধিক বার সংস্কার কাজে লাখ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও তা কাজে আসেনি। বর্তমান পরিস্থিতিতে মূর্হুত্বের মধ্যে বেড়িবাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্খা রয়েছে। প্লাবিত হলে লোনা পানি ঢুকে হাজার হাজার বিঘা জমির ফসল ও মৎস্য ঘের ভেসে যাওয়া সহ শতশত পরিবার পানি বন্দি হওয়ার সম্ভবনা রয়েছে। বর্তমানে উক্ত এলাকার মানুষের দিন কাটছে আতঙ্কে। স্থানীয়রা নদীর মুল বেড়ি ছিদ্র করে পানি উত্তোলন ও নদীতে ঠেলা জাল ফেলা নদী ভাঙ্গনের প্রধান কারণ হিসেবে দায়ী করেন।
গত শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান,  স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত কাজের আশ্বাস দেন। অপরদিকে, ভাতশালা এলাকায় নদী বাঁধ ভেঙ্গে যাওয়ায় ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির তাহাজ্জত হোসেন হিরু, খায়রুল ইসলামের নেতৃত্বে গত ২২ আগস্ট পানি সম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বিষয়টি নিয়ে স্বাক্ষাত করেন। পরে বাঁধ রক্ষায় তাৎক্ষণিক বাঁধ রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নিতে বরাদ্দ প্রদান করা হয়।
এছাড়া ওই স্থানটিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস প্রদান করেন বলে জানা গেছে। তারই সূত্র ধরে ২৫ আগস্ট রবিবার থেকে উপজেলার ভাতশালা ও কোমরপুর এলাকার বাধ সংস্কারের জন্য কাজ শুরু করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান ও সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দীন দুপুরে উক্ত বাধ সংস্কার কাজ পরিদর্শন করেন। এসময় ইউএনও মোঃ আসাদুজ্জামান জানান, নদীর বাঁধ রক্ষা কাজ শুরু করা হয়েছে। যাতে করে নদী পাড়ের মানুষের জানমালের ক্ষতি না হয় সে বিষয়টি বিবেচনা করা হচ্ছে। সেই সাথে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের সচেতন করা হচ্ছে। তিনি এখানে স্থায়ী বাঁধ নির্মানের যথাযথ প্রক্রিয়া করা হবে বলে জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com