• শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ১২:২৪
সর্বশেষ :
উন্নয়নের প্রতিশ্রুতি সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের বালুইগাছায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রের গলায় দড়ি দিয়ে আ*ত্মহ*ত্যা না.গঞ্জ সদরে ত্রয়োদশ জতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা শ্যামনগরে ৪১বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক সাতক্ষীরা ডিবির অভিযানে ৪৯৭ বোতল উইন কোরেক্সসহ ২ জন গ্রেফতার আশাশুনির শিশু আলভী ৪ দিন নিখোঁজ সাতক্ষীরায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার তালার সুভাষিনী গ্রামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট দেবহাটায় বিধবা ও প্রতিবন্ধীর জমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীর থানা পুলিশের অভিযানে ৩জন গ্রেফতার

দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে আটকিয়ে মারপিট: থানায় অভিযোগ

দেবহাটা প্রতিনিধি / ৭৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে একটি অফিসে আটকিয়ে মারপিট করার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি দায়ের করেছেন দেবহাটা উপজেলার কামটা গ্রামের মৃত আফতাব উদ্দীনের ছেলে ইয়াকুব আলী (৪৬)।

 

অভিযোগের বিবাদীরা হলেন সখিপুর ইউনিয়নের ইউপি সদস্য সখিপুর গ্রামের সামছুর রহমানের ছেলে রবিউল ইসলাম (৪০), একই গ্রামের মৃত মোজাম্মেল বিশ্বাসের ছেলে জব্বার বিশ্বাস (৬৮) ও চন্ডিপুর গ্রামের মনিরুল ইসলাম মনি (৪০)। মারপিটে আহত বাদী ইয়াকুব সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।

 

অভিযোগ মতে জানা যায়, সখিপুর মৌজার ৭৩৮ নং এসএ খতিয়ানভুক্ত বিআরএস ১৬৪৯ এর ৩২৭১ ও ৫৪৩৭ নং হাল দাগে ৯৩ শতক জমির মধ্যে ৩৩ শতক জমি বাদী ইয়াকুবের স্ত্রী জেসমিন বেগমের নামে কোবালা দলিলমূলে ক্রয় করা। তারা জমি কেনার পর থেকে সেখানে ঘরবাড়ি বেধে ও ফসলফলাদী লাগিয়ে ভোগদখলে আছে। বিবাদীরা তাদেরকে উক্ত জমি থেকে উচ্ছেদ করার জন্য গত কয়েকমাস যাবৎ নানারকম ভয়ভীতি মিথ্যা মামলা দেয়াসহ নানারকম হুমকি দিয়ে আসছে।

 

গত ১৭ নভেম্বর সকাল ৭টার দিকে ইয়াকুবের চাচাতো ভাই আব্দুল করিমকে বিবাদীরা সখিপুর মোড় থেকে ধরে মোনাজাত মার্কেটের একটি দলীয় কার্য্যালয়ে আটক করে মারপিট করে।

 

খবর পেয়ে বাদী তার ভাইকে ছাড়াতে গেলে বিবাদীরা তাকেও আটক করে মারপিট করে। পরে স্থানীয় নেতৃবৃন্দ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে। এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com