সাতক্ষীরার দেবহাটায় ঢাকা থেকে অপহরণকৃত এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পিতা–পুত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত যুবককে জিম্মি রেখে অর্থ আদায়ের অভিযোগে দেবহাটা থানায় একটি মামলা দায়ের হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দেবহাটা উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম তার ছেলে আক্তারুজ্জামান আশিক (২৫) অপহরণের অভিযোগে দেবহাটা থানায় মামলা দায়ের করেন। মামলাটি নম্বর ৩।
এজাহারে উল্লেখ করা হয়, গত ৩১ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে আসামিরা অজ্ঞাতনামা আরও ৪–৫ জনকে সঙ্গে নিয়ে ঢাকায় আশিকের বাসায় যায়। পরে নানা প্রলোভন দেখিয়ে রাত সাড়ে ৯টার দিকে তাকে অপহরণ করে একটি প্রাইভেটকারে করে দেবহাটা উপজেলার সখিপুর গ্রামে নিয়ে গিয়ে জিম্মি করে রাখে।
পরবর্তীতে একটি মোবাইল ফোন থেকে বাদীপক্ষের পরিবারের সঙ্গে যোগাযোগ করে জাতীয় পরিচয়পত্র ও ব্যাংকের চেকবইসহ সখিপুরে যেতে চাপ দেওয়া হয়। পরিস্থিতির মুখে আশিকের মা ও বোন সেখানে গেলে তাদের ভয়ভীতি দেখিয়ে একাধিক ব্যাংকের চেক এবং স্বাক্ষরবিহীন নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিতে বাধ্য করা হয় বলে অভিযোগে বলা হয়।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর তার নেতৃত্বে দেবহাটা থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ৪ জানুয়ারি গভীর রাতে আসামিদের বাড়ি থেকে অপহৃত যুবককে উদ্ধার করে। এ সময় আসামিদের হেফাজত থেকে ১১টি স্বাক্ষরিত নন-জুডিশিয়াল স্ট্যাম্প, সাতটি ব্যাংকের চেক এবং ভুক্তভোগীর মায়ের জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৬৫, ৩৮৬ ও ৩৪ ধারায় মামলা হয়েছে এবং ভুক্তভোগীর ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা
https://www.kaabait.com