• বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১
সর্বশেষ :
ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা দেবহাটার পারুলিয়া ও কুলিয়ার ৪টি গ্রামকে অপু’ষ্টি’মুক্ত ঘোষণা সাতক্ষীরা-১: তরুণ নেতা আরিফুজ্জামান মামুনের জনপ্রিয়তা বাড়ছে দেবহাটায় শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক নগরঘাটায় জামায়াতে ইসলামীর জরুরী বৈঠক অনুষ্ঠিত দেবহাটা উপজেলা জামায়াতের আয়োজনে বৃহস্পতিবার সুধী সমাবেশ দেবহাটায় প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা শ্যামনগরে সরকারিভাবে নিলামকৃত জমি ও মৎস্য ঘের জো’র’পূর্বক দ’খ’লের চেষ্টা বাংলাদেশের প্রতিনিধি হয়ে ব্যাংককে স্পাইন কনফারেন্সে অংশ নিচ্ছেন ডা. পলাশ কালিগঞ্জে ইয়াবাসহ দুই মা’দ’ক ব্যবসায়ী আ’ট’ক, কা’রাদ’ণ্ড

দ্বিতীয় সিজনের ট্রেলার প্রকাশ ‘হাউজ অব দ্য ড্রাগন’-এর

প্রতিনিধি: / ১৭৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

বিনোদন: বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সিরিজ ‘গেম অফ থ্রোনস’-এর স্পিন-অফ সিরিজ হাউজ অব দ্য ড্রাগন ঘিরে বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের শেষ নেই। সিরিজটির প্রথম সিজন দারুণ জনপ্রিয়তা পাওয়ায় এর দ্বিতীয় সিজনের অপেক্ষায় দর্শকরা। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, জুন মাসেই স¤প্রচারিত হবে এর দ্বিতীয় সিজন। গত বৃহস্পতিবার মুক্তি পেল দ্বিতীয় সিজনের ট্রেলার। এবার নির্মাতারা একটি নয়, দুটি ট্রেলার প্রকাশ করেছেন। গ্রিন ও বø্যাক টিমের জন্য আলাদা আলাদা ট্রেলার। দুটি ট্রেলারেই রক্ত, প্রতিশোধ আর ড্রাগনের গা ছমছমে যুদ্ধের ঝলক দেখা গেছে। ১৬ জুন এইচবিও’তে প্রিমিয়ার হবে দ্বিতীয় সিজনের প্রথম পর্ব। এর আগে গত বুধবার নির্মাতারা হাউজ অব দ্য ড্রাগন-এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে সিরিজটির নতুন কিছু স্টিল পোস্টার শেয়ার করেছেন। ছয়টি নতুন পোস্টার দর্শকদের জন্য উন্মোচন করা হয়েছে। এর একদিন পরেই প্রকাশ করা হলো ট্রেলার। অ্যালিসেন্ট হাইটাওয়ারের চরিত্রে অলিভিয়া কুক এবং রানি রেনেরা টারগারিয়েনের ভ‚মিকায় এমা ডি’আর্সিসহ দুটি আলাদা ট্রেলার যুদ্ধের বার্তা দিচ্ছে দর্শকদের যেখানে অ্যালিসেন্ট ‘সবুজ’ এবং এমা ‘কালো’ দলের প্রতিনিধিত্ব করছেন। ট্রেলারেই দেখা গেছে সেই ঝলক। সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারের লড়াইয়ে জমজমাট হতে যাচ্ছে এবারের সিজন, তা বলার অপেক্ষা রাখে না। এদিকে ট্রেলার প্রকাশ হওয়ামাত্রই বাঁধভাঙা উচ্ছ¡াস দেখা গেছে ভক্ত অনুরাগীদের মাঝে। একজন অনুরাগী লিখেছেন, ‘আমি নিশ্চিত নই যে আমি এমন কাউকে চিনি যে টিম গ্রিনকে চায়। আমি চাইও না।’ অন্য একজন লিখেছেন, ‘আমি মনে করি যখন আমি টিম গ্রিন বলি তখন আমি সবার পক্ষে কথা বলি।’ কেউ লিখেছেন, ‘আমরা সবাই টিম বø্যাককে বেছে নিচ্ছি।’ অপর এক অনুরাগী লিখেছেন, ‘রেনারা টারগারিয়েন, সে সবসময় আমাদের পছন্দের।’ দর্শকদের কাছে সর্বকালের সেরা টিভি সিরিজ হিসেবে খ্যাত ‘গেম অফ থ্রোনস’-এর প্রিক্যুয়েল সিরিজ ‘হাউজ অফ দ্য ড্রাগন’। ২০২২ সালে সিরিজটির প্রথম সিজন প্রকাশিত হওয়ার পর থেকেই এটি ঘিরে দর্শক উন্মাদনার কমতি নেই। প্রথম সিজনেই তুমুল জনপ্রিয়তা অর্জন করে সিরিজটি। জিতে নেয় বছরের এমি, গোল্ডেন গেøাব পুরস্কারও। এর পর থেকেই এর দ্বিতীয় সিজন দেখার অপেক্ষায় দর্শকরা। অবশেষে অপেক্ষার অবসান ঘটতে চলেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com