• বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৮:১২
সর্বশেষ :
শ্যামনগরের স ন্ত্রা সী কায়দায় চিংড়ির হ্যাচারি দখল পাইকগাছায় কয়েকদিনের ভারী বর্ষণে নিন্মাঞ্চল প্লাবিত; ফসলের ক্ষতি; বেড়েছে জনদূর্ভোগ সাংবাদিক গাজী মোক্তার হোসেনের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের অবস্থান কর্মসূচি পালিত ভারী বৃষ্টিতে বিপাকে পাটকেলঘাটা এলাকার নিম্নআয়ের মানুষ আশাশুনি বাজার ও ওয়াপদার পাশে বসবাসকারীরা নদী ভাঙ্গনে উদ্বিগ্ন ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে তালার যুবদল নেতা মোমিনকে বহিষ্কারের গুজব প্রেমের টানে খুলনায় চীনা যুবক, নতুন জীবন শুরু অর্ধকোটি মানুষের স্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দু ভরত চন্দ্র হাসপাতাল রক্ষায় মানববন্ধন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সভায় কমিটির পূর্নগঠন

ধর্ম যার যার, বাংলাদেশ সবার: ইবাদুল হক রুবায়েদ

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ৫২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫

১২ নং রংপুর ইউনিয়নের কালিবাটী মুন্দীরের রথযাত্রা ও ধর্মীয় মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ নিজেই হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের সাথে রথের রশি টানেন।

 

রথযাত্রা কমিটির অপূর্ব মলিক বলেন, রুবায়েদ ভাই শুধু রথযাত্রা নয় আমাদের সকল ধর্মীয় অনুষ্ঠানে আমাদের পাশে থাকেন।

 

রথযাত্রা দেখতে আসা দর্শনার্থী লক্ষী রানী মন্ডল জানান  রুবায়েদ ভাই আমাদের হিন্দু  সম্প্রদায়ের  ভাই বোনের সাথে রথের রশি টানছেন দেখে আমরা উচ্ছসাসিত। সত্যিই উনি অসামপ্রদায়িক, মানবিক, জনগণের নেতা।

 

নিতাই মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত রথযাত্রা ও ধর্মীয় মেলায় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সদস্য শেখ সরোয়ার হোসেন, জেলা শ্রমিক  দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা অহেদুজ্জামান সোহাগ, জিয়াদুল হক জিয়াদ, কৃষকদল নেতা মাস্টার আইয়ুব আহমেদ, খোকন তালুকদার, আব্দুল মজিদ জোয়ারদার, শেখ জাকির হোসেন, হাবিবুর রহমান মোড়ল, আলমগীর হোসেন, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব অপূর্ব মলি¬ক, সেলিম মোড়ল, সুজন সরকার,জেলা ছাত্রদল নেতা মোঃ তৌহিদুর রহমান, উপজেলা ছাত্রদল আহবায়ক ফয়সাল চৌধুরী, ওসমান মোল্লা, লক্ষী রানী মন্ডল প্রমুখ।

 

প্রধান অতিথি  রুবায়েদ নিজে অনুষ্ঠানে আগত ভক্ত ও দর্শনার্থী বিভিন্ন শ্রেণি পেশার নারী পুরুষের সাথে রথের রশি টেনে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন। এছাড়া উপজেলার চুকনগর ও বান্দা এলাকায় এ অনুষ্ঠান একযোগে সমাপ্তি হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com