• মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৭:২৬
সর্বশেষ :
না.গঞ্জে গ্রাম আদালত বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ ও মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ মহম্মদপুরে জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত মাগুরায় চড়া পেঁয়াজের বাজার, এক সপ্তার ব্যবধানে একশ দশ বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে থাকা ২৪জন জেলেসহ মাছ ধরার ট্রলার উদ্ধার পাইকগাছায় স্বামী-স্ত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুট আশাশুনিতে গ্রাম আদালতের ডিএমআইই প্রশিক্ষন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় খুলনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তালা সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস আটক আওয়ামীলীগ নেতার নেতৃত্বে বাক প্রতিবন্ধী শিশুসহ গৃহবধুর উপর হামলা ডুমুরিয়ায় ব্যাবসায়ী সম্মেলন

ধানদিয়ায় অবিশ্বাস্যভাবে একটি কলাগাছে ধরেছে ৪৫টি মোচা

আল মামুন / ১৪৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

অবিশ্বাস্য এ ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা জেলার তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়নের মানিকহার গ্রামের একটি মাঠে। মোচাসহ গাছটি একপলক দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। অবিশ্বাস্য এ ঘটনাটি এখন গ্রামবাসীর মুখে মুখে।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, মানিকহার গ্রামের স্থানীয় বাসিন্দা আব্দুস সামাদের ৩বিঘা জমির এক পাশে ৪কাঠা জমির উপর গড়ে তোলা কলা বাগানের একটি গাছে ৪৫টি মোচা ধরেছে। এখবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা এক নজর কলার মোচা গুলো দেখতে ভিড় জমাচ্ছেন। দুর-দুরান্ত থেকে আসা এসকল মানুষকে ছবি তোলা ও ভিডিও নিতে ব্যস্ত দেখা যাচ্ছে। তবে আর পাচটা গাছের মতই বেড়ে উঠছে গাছটি। অধিকাংশ মোচাতে কলা ধরা শুরু করেছে।

 

স্থানীয় আলামিন খান বলেন, কয়েকদিন ধরে এলাকায় নিত্য নতুন মানুষ কলাগাছটি দেখতে আসছেন, ভালই লাগছে। আমি নিজেও কয়েকবার দেখে এসেছি। সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটররাও আসা শুরু করেছে।

 

জমির মালিক আব্দুস সামাদ জানান, ইতিপূর্বে আমাদের গ্রামে এমন ঘটনার নজির নেই। কিছুদিন হল কলাগাছটি সবার নজরে আসে। এরপর লোকমুখে শুনে দূর-দুরান্ত থেকে লোকজন আসা শুরু করেছে। তারা এটা দেখে বিশ্বয় প্রকাশ করছে। আমাদের এসব দেখে ভাল লাগছে। তবে কয়েকজন গাছটি থেকে কয়েকটি মোচা আমাদের অজান্তে ছিড়ে নিয়ে গেছে।

 

উদ্ভিদ বিজ্ঞানীদের মতে ধান, আম ও কলা এ ৩টি স্ব-গপরাগায়ন ফসল বা ফল। এগুলো পরাগায়নে আলাদা ভাবে কোন পোকামাকড়ের কোন সাহায্য লাগে না। সম্ভবত এ কলাগাছটির স্ব-পরাগায়ন বেশি হয়েছে। এজন্য কলার মোচা প্রয়োজনের তুলনায় বেশি ধরেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com