• বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫
সর্বশেষ :
ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা দেবহাটার পারুলিয়া ও কুলিয়ার ৪টি গ্রামকে অপু’ষ্টি’মুক্ত ঘোষণা সাতক্ষীরা-১: তরুণ নেতা আরিফুজ্জামান মামুনের জনপ্রিয়তা বাড়ছে দেবহাটায় শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক নগরঘাটায় জামায়াতে ইসলামীর জরুরী বৈঠক অনুষ্ঠিত দেবহাটা উপজেলা জামায়াতের আয়োজনে বৃহস্পতিবার সুধী সমাবেশ দেবহাটায় প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা শ্যামনগরে সরকারিভাবে নিলামকৃত জমি ও মৎস্য ঘের জো’র’পূর্বক দ’খ’লের চেষ্টা বাংলাদেশের প্রতিনিধি হয়ে ব্যাংককে স্পাইন কনফারেন্সে অংশ নিচ্ছেন ডা. পলাশ কালিগঞ্জে ইয়াবাসহ দুই মা’দ’ক ব্যবসায়ী আ’ট’ক, কা’রাদ’ণ্ড

নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করলেন সিভিল সার্জন মুশিউর রহমান

জাহাঙ্গীর হোসেন / ৪৫০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ মে, ২০২৫

“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সার্বজনীন” এই প্রতিপাদ্য সামনে রেখে নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ (২৮-৩ জুন) উদ্বোধন করা হয়েছে।

 

বুধবার (২৮ মে) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে জাতীয় পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান। এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার।

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. একেএম মেহেদী হাসান ও জেলা সমাজসেবা কর্মকর্তা মো. হামিদুল্লাহ মিয়াসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

 

আলোচনা সভায় নারী কল্যাণ সংস্থার চেয়ারপারসন রাহিমা আক্তার লিজা, মানব কল্যাণ সংস্থার চেয়ারপারসন এম,এ মান্নান ভূঁইয়া ও মাতৃছায়া আঞ্জুমান সংস্থার মো. মোজাম্মেল হোসেনসহ জেলার বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান জানান, আগামী ৩ জুন পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহে মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রথম দিন উদ্বোধন ছাড়া দ্বিতীয় দিনে পুষ্টি খাতে বাংলাদেশ সরকারের সাফল্য ও চ্যালেঞ্জসমূহ মোকাবেলার উপায় নির্ধারণ ও শিশু পুষ্টি বিষয়ক আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন, কুইজ এবং রচনা প্রতিযোগিতা। তৃতীয় দিন ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে পুষ্টিবার্তা প্রচার ও পুষ্টিকর খাবার বিতরণ, চতুর্থ দিন মানবসম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও কৈশোরকালীন পুষ্টি বিষয়ক আলোচনা সভা, পঞ্চম দিন মাতৃপুষ্টি ও পারিবারিক সুষম খাবার বিষয়ক আলোচনা সভা, ষষ্ঠ দিন প্রবীণ পুষ্টি বিষক আলোচনা অনুষ্ঠিত হবে ।

 

সপ্তম দিন সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হবে।

 

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল হকের সঞ্চালনায় সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. শহিদুল ইসলাম। জেলার বিভিন্ন দপ্তর ও সিভিল সার্জন অফিসের অন্যান্য কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com