নিয়োগ বিধি সংশোধন করে ডিগ্রি পাশ করে ১৪তম গ্রেড প্রদান এবং ৩ বছরের ইনসার্ভিস ট্রেনিং এর মাধ্যমে ১১ তম গ্রেড প্রদানের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর আওতায় জেলা সিভিল সার্জনকে স্বারকলিপি প্রদান করে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
বুধবার (২১ মে) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে সংগঠনের জেলা শাখার সভাপতি ওয়াসিউদ্দিন রানা’র নেতৃত্বে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান’র মাধ্যমে স্বাস্থ্য মহাপরিচালক’র বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্বারকলিপি প্রদান অনুষ্ঠানেনউপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. একেএম মেহেদী হাসান, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল হক ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান।
এ ছাড়াও সংগঠনের অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. আবু নাসের, সাংগঠনিক সম্পাদক মাকসুদুল হাসান, সহ সভাপতি মিরাজুল করিম, সানাউল্লাহ মিয়া, আল মামুন ও আব্দুল কাদের শ্যামল প্রমুখ।
https://www.kaabait.com