• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৫৯
সর্বশেষ :
ধূলিহরে মোটর চুরি চক্রের এক সদস্য আটক, ছয়টি মোটর উদ্ধার পাইকগাছায় বাড়ছে ভার্মি কম্পোস্টের ব্যবহার : বাড়তি আয় করছেন উদ্যোক্তা শুকুরুজ্জামান তালায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা দেবহাটায় জাতীয় সংসদ নির্বাচনের গণভোট বিষয়ে ইউএনওর উঠান বৈঠক না.গঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বড়দল বাজার উন্নয়নে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন তালায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক একজন ব্রহ্মরাজপুর বাজারে সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে কুরআনের পাখিদের মাঝে কম্বল প্রদান ভেঙে ফেলা হলো আওয়ামীলীগের দলীয় কার্যালয় না.গঞ্জ সদরে দিনব্যাপি আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

না.গঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় সদর উপজেলা ইউএনও কার্যালয়ের সভাকক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দীন’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

 

সভার সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দীন বলেন, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার লক্ষে প্রতিটি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়ক, মহল্লাগুলোতে লাইট স্হাপনের ব্যবস্থা করা হচ্ছে।

 

তিনি আরো বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং নিমূলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান। ইউএনও বলেন সামনে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে যদি কেউ সন্ত্রাসী কর্মকান্ড করার চেষ্টা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য তিনি পুলিশ প্রশাসন ও স্হানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা করার আহ্বান জানান। এছাড়াও সমাজের অশ্লীলতা বন্ধে বাউল আড্ডা বন্ধে পুলিশকে নির্দেশ দেন। পরে তিনি একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন।

 

অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সদর রাজস্ব সার্কেলের সাদিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা রাজস্ব সার্কেলের মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সহকারী কমিশনার (ভূমি) সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের দেবযানী কর, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট কানিজ ফাতেমা শান্তা, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উম্মে ফারহানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা হাসনাত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুরাইয়া আশরাফী, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দিন, জেলা মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরাসহ নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com