• বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১১:০৬
সর্বশেষ :
বিএনপির ৫৯ বিদ্রোহী প্রার্থীকে একসঙ্গে বহিষ্কার বিধবাকে কু*পিয়ে হ*ত্যা, রান্নাঘর থেকে মর*দেহ উদ্ধার পাইকগাছায় অবৈধ ইটভাটা–কয়লার চুল্লি উচ্ছেদ নেটিজেনদের প্রশংসায় ভাসছে প্রশাসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সাতক্ষীরা-১ আসনে পাঁচ প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আব্দুস সালামকে ক্রেস্ট উপহার দিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলমগীর কবির তালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত তালার হাজরাকাটিতে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পেট্রোল ওজনে কম দেওয়ায় ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা দেবহাটায় গনভোট ও বাল্য বিবাহ নিরোধ সম্পর্কে অবহিত করতে মহিলা সমাবেশ শ্যামনগরে বাঘ বিধবাকে হ*ত্যার উদ্দেশ্যে ধা*রালো দা দিয়ে কু*পিয়ে গুরুতর জ*খম

পাইকগাছায় অবৈধ ইটভাটা–কয়লার চুল্লি উচ্ছেদ নেটিজেনদের প্রশংসায় ভাসছে প্রশাসন

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা / ৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

দীর্ঘদিন ধরে খুলনার পাইকগাছা উপজেলার ৯নং চাঁদখালী ইউনিয়নে অবৈধ ভাবে ইট ভাটা ও কয়লার চুল্লির ব্যবসা করে পরিবেশ দূষণ করে আসছিলো একদল অবৈধ ব্যবসায়ী। ফলে সাধারণ জনগণ কয়লার চুল্লির কালো ধোঁয়ায় শ্বাসকষ্ট, হাপানি সহ বিভিন্ন রোগে ভুগতে ছিলো। এছাড়াও অবৈধ ইটভাটা গুলো মাটির যোগান দিতে সরকারি ওয়াবদাসহ সরকারি খাস জমি নষ্ট করে আসছিলো।

 

পরিবেশ রক্ষা ও জনস্বার্থে খুলনা জেলার পাইকগাছা উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটের ভাটা ও কয়লার চুল্লির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসন, পাইকগাছা। বুধবার (২১ জানুয়ারি ২০২৬) এ অভিযান পরিচালিত হয়।

 

দীর্ঘদিন পরে অবৈধ ইটভাটা ও চুল্লি গুলো উচ্ছেদ করায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে নেট দুনিয়ায় নেটিজেনরা স্বাগত জানিয়েছে। প্রশাসনের প্রশংসা করে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।

 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ওয়াসিউজ্জামান চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি), পাইকগাছা জনাব মো. ফজলে রাব্বী।

 

মোবাইল কোর্টের অভিযানে দুটি এক্সকাভেটরের সাহায্যে ৩টি অবৈধ ইটভাটার চিমনি, কিলন ও কাঁচা ইট সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়। পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ৫৩টি অবৈধ কয়লার চুল্লি সম্পূর্ণরূপে উচ্ছেদ করা হয়।

 

এ অভিযানে পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী, আনসার ও ভিডিপি, পল্লী বিদ্যুৎ, গ্রাম পুলিশ এবং একদল শ্রমিক অংশগ্রহণ করেন।

 

দীর্ঘদিন ধরে অবৈধ ইটভাটা ও কয়লার চুল্লির কালো ধোঁয়ায় অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে পরিবেশ দূষণ কমবে এবং জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত হবে।

 

উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, একাধিক বার এই অবৈধ প্রতিষ্ঠান গুলোতে নোটিশ দিয়ে আসলেও তারা কোন ভাবেই আইনের তোয়াক্কা করেনি। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com