• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭
সর্বশেষ :
দেবহাটায় জলবায়ু সচেতনতায় স্টেকহোল্ডারগনের সাথে কর্মশালা নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর আপত্তিকর ছবি ফেসবুকে : বিভিন্ন মহলের ক্ষোভ খুবি উপকেন্দ্রে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আশাশুনির বড়দলে রবিউল বাশারের গণসংযোগ এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ভিভিআইপি মুভমেন্ট ঘোষণা মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা দেবহাটা মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা হয়রানি মূলক মামলায় বেগম জিয়াকে সাত বছর কারাগারে রাখা হয়েছে- এ্যাড. নিতাই রায় চৌধুরী স্ত্রী হ ত্যা মামলায় স্বামী রাসেল গ্রেপ্তার ডুমুরিয়ায় এক ঘন্টার দুধের হাট বিক্রয় হয় লক্ষ লক্ষ টাকা

পাকিস্তান বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে

প্রতিনিধি: / ১৮৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

স্পোর্টস: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের ভালোভাবে প্রস্তুত করার সুযোগ পাচ্ছে পাকিস্তান। নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের সঙ্গে এবার যুক্ত হলো আয়ারল্যান্ড সিরিজ। এই তিন দলের সঙ্গে মোট ১২ ম্যাচ খেলবে পাকিস্তান। শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড আয়ারল্যান্ড সফরের সূচি ঘোষণা করে। তিন ম্যাচের এই সিরিজ শুরু হবে ১০ মে। ১২ ও ১৪ মে হবে বাকি দুই টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচ হবে ডাবলিনের ক্যাসেল এভিনিউয়ে। পাকিস্তান আয়ারল্যান্ডের উদ্দেশে রওনা দেওয়ার আগে নিউজিল্যান্ড আসবে পাকিস্তানে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি হবে ১৮ এপ্রিল। শেষ ম্যাচ ২৭ এপ্রিল। তারপর চার টি-টোয়েন্টি খেলতে ইংল্যান্ডে যাবে পাকিস্তান, সিরিজ শুরু হবে ২২ মে। পাকিস্তানের সবশেষ আয়ারল্যান্ড সফর ছিল ২০১৮ সালে। স্বাগতিকরা প্রথমবার টেস্ট খেলতে নেমেছিল। ২০২০ সালের জুলাইয়ে ডাবলিনে দুই দলের টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও করোনার কারণে স্থগিত হয়। বিশ্বকাপেও দুই দল মুখোমুখি হবে। ১৬ জুন ওই ম্যাচের আগে এই সিরিজে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে পাকিস্তান ও আয়ারল্যান্ড।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com