সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকাল ৩টায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম লুৎফুল কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআই আনিছুর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আরেফিন জুয়েল। তিনি বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং পুলিশ সর্বদা জনগণের পাশে থাকবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান, তালা-পাটকেলঘাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নুরুল্লাহ।
এছাড়া বক্তব্য রাখেন কুমিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, দলুয়া শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিশ্বাস রফিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় আসন্ন নির্বাচন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। সভা শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
https://www.kaabait.com