• শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:৫৮
সর্বশেষ :
ডুমুরিয়ায় তিন বছরের শিশু ধ র্ষ ণের অভিযোগে ধ র্ষ ক আটক কালিগঞ্জের কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সাতক্ষীরার ২০৩ কিমি সীমান্তে বিজিবির টহল জোরদার, সহায়তায় প্রস্তুত এলাকাবাসী কৃষ্ণনগরে চোর-চক্রের হানা, স্বর্ণালঙ্কারসহ অর্ধ কোটি টাকার সম্পদ লুট শ্যামনগরে স্থানীয় সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষন শ্যামনগরে সরকারি জায়গা দখলের হিড়িক, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কালিগঞ্জের বিষ্ণুপুরে শত্রুতার জেরে বৃক্ষ নিধন করেছে দূ র্বৃ ত্তরা শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন সাংবাদিককে কারাদন্ড দেওয়া সেই ইউএনওকে অবশেষে রংপুরে বদলী বিলের ভিতর কালভার্টের নিচে পড়ে ছিল দিনমজুর নারীর লা শ

বাংলাদেশ কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের আয়োজক

প্রতিনিধি: / ২২১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: ঢাকায় প্রথমবারের মতো কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ কারাতে ফেডারেশন। ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ইভেন্ট। শনিবার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে কমনওয়েলথ কারাতে ফেডারেশনের সভাপতি সনি পিল্লাই জানিয়েছেন ইভেন্টের বিস্তারিত, ‘কমওনয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের মতো আসর ঢাকায় হলে এদেশের অর্থনীতেও এর প্রভাব পড়বে। কারণ, বিশ্বের প্রায় ৪০টি দেশের দেড় হাজার ক্রীড়াবিদ ও কর্মকর্তা ঢাকায় আসবেন।’ এ সময় কারাতে ফেডারেশনের সভাপতি ড. মো. মোজাম্মেল হক খান, সহসভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু ও সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা উপস্থিত ছিলেন। ২০২১ সালে কমনওয়েলথ কারাতে ফেডারেশনের কংগ্রেসে ২০২৪ সালের আয়োজক হওয়ার প্রস্তাব পেশ করাতেই বাংলাদেশ সফল হয়েছে। কমনওয়েলথভুক্ত ৭২ দেশের মধ্যে ইতোমধ্যে ৩২ দেশ এই চ্যাম্পিয়নশিপে খেলার জন্য নিবন্ধন করেছে। প্রতিযোগিতায় নেশন্স ও ক্লাব চ্যাম্পিয়নশিপ-দুই বিভাগে নয়টি ডিসিপ্লিনে খেলা হবে। ক্লাব চ্যাম্পিয়নশিপে ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১, সিনিয়র ও ভেটারান এবং নেশন্স বিভাগে ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১ ও সিনিয়র। ড. মোজাম্মেল হক খান বলেছেন, ‘আমরা বারবাডোজ, ত্রিনিদাদ, টোবাগো ও বসনিয়ার মতো চারটি দেশকে হারিয়ে কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের আয়োজক হয়েছি। এখন চ্যালেঞ্জ হলো সুষ্ঠুভাবে খেলার আয়োজন করা। যাতে ভবিষ্যতে কারাতের আরও বড় আসর আমরা আয়োজন করতে পারি।’ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া কারাতেকাদের থাকা, খাওয়া ও যাতায়াতের ব্যয়ভার স্ব-স্ব দেশ বহন করবে। নেশন্স বিভাগে কারাতেকাদের নিবন্ধনের ৪০ ভাগ কমনওয়েলথ ও ৬০ ভাগ অর্থ পাবে আয়োজক দেশ। ক্লাব চ্যাম্পিয়নশিপে নিবন্ধনের পুরোটাই বাংলাদেশ পাবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com