শান্তির পৃথিবী চাই, ন্যায়-সুন্দর স্বদেশ চাই ‘ শ্লোগানকে ধারণ করে আগামী ৩১ ডিসেম্বর আন্তর্জাতিক লেখক দিবস ২০২৫ উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ -এর উদ্যোগে দিনব্যাপী ‘বাংলাদেশ লেখক সম্মেলন ২০২৫-২৬’ অনিবার্য কারণবসত স্থগিত করা হয়েছে।
৩০ ডিসেম্বর(মঙ্গলবার) সন্ধ্যায় পরবর্তী তারিখ পরে জানানো হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন সংগঠনটির সভাপতি কাজী আনিসুল হক।
এছাড়া প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের গণমানুষের নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ -এর পক্ষ থেকে আমরা শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। আপোষহীন লড়াকু রাজনীতিক বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করছি।
https://www.kaabait.com