• বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯
সর্বশেষ :

বিনেরপোতা কৃষি গবেষণা ইন্সটিটিউটে ডিউটিরত অবস্থায় নাইট গার্ডের মৃ*ত্যু

নিজস্ব প্রতিনিধি / ১৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরা সদরের বিনেরপোতা কৃষি গবেষণা ইন্সটিটিউটে কর্তব্যরত অবস্থায় এক নাইট গার্ডের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার, ৩১ ডিসেম্বর সকালে ডাকাডাকির একপর্যায়ে তার কোন সাড়া পেয়ে স্থানীয়রা তাকে মৃত ধারণা করে পুলিশে খবর দেয়।

 

 

মৃত ব্যক্তির নাম মোঃ শাহজাহান সরদার। তিনি নগরঘাটা ইউনিয়নের কালিবাড়ি গ্রামের বাসিন্দা।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা থেকেই তিনি বুকে ব্যথা অনুভব করছিলেন। রাতের ডিউটি শেষে ঘুমাতে গেলে ভোরে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে নিশ্চিত করা হয়, তিনি মারা গেছেন।

 

 

কৃষি গবেষণা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশকে অবহিত করা হয়।

 

 

নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com