সাতক্ষীরার তালা উপজেলার একটি বিলের ভিতর থেকে সেলিনা বেগম নামে দিনমজুর এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫মে) ভোরে খুলনা পাইকগাছা সড়কের হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। মারা যাওয়া সেলিনা বেগম হরিশ্চন্দ্রকাটি গ্রামের মো. রহমত খাঁর স্ত্রী। গত রবিবার রাতে নিখোঁজ হয় সে।
সেলিনা বেগমের আত্মীয় মো: আবুল কাশেম জানান, সেলিনা দিনমুজুরের কাজ করত। সে রবিবার সন্ধ্যায় ঢাকায় অবস্থানরত অসুস্থ মেয়েকে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বাজারে যায়।এরপরে রাতে আর বাড়ি ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি। সোমবার ভোরে স্থানীয় কিছু লোক বিলের ভিতর কালভাটের নিচে লাশ দেখতে পেয়ে খবর পেয়ে পুলিশে খবর দেয়। এসময় লাশের পাশে সেলিনার ব্যবহারিত মোবাইল ফোন, ওষুধ ও কিছু কাঁচাবাজার পড়ে ছিল বলেও জানান তিনি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।মযনাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে।
https://www.kaabait.com