সাতক্ষীরা থেকে প্রকাশিত পাঠক নন্দিত দৈনিক পত্রদূত পত্রিকার ৩১পেরিয়ে ৩২বর্ষে পদার্পন উপলক্ষে বিডিএফ প্রেসক্লাবে ব্যতিক্রম আয়োজনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ শে জানুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে অবস্থিত বি.ডি.এফ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ শাহাদাৎ হোসেন বাবুর সভাপতিত্বে ও দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি জি এম আমিনুল হকের সার্বিক ব্যবস্থাপনায় ও বি ডি এফ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মেহেদী হাসান শিমুলের সঞ্চালনায় সকাল ১০টায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।প্রশিক্ষণ কর্মশালা শেষে দুপুরে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
দ্বিতীয়ার্ধে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -সাতক্ষীরা সিটি কলেজের অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম দুলু,ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের প্রধান মো. লিয়াকত আলী, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, মাও: মনিরুল ইসলাম ফারুকী, প্রফেসর শহিদুর রহমান , মাও: আনিছুর রহমান, মাও: রফিকুল ইসলাম, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ বাবু, সদর উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি মো: মোশাররফ হোসেন।
সভায় প্রধান আলোচক ও প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন দৈনিক পত্রদূত পত্রিকার বার্তা সম্পাদক এস এম শহীদুল ইসলাম।প্রশিক্ষক হিসেবে আরও ছিলেন মো. হোসেন আলী ও এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ও বক্তব্য রাখেন- দৈনিক পত্রদূত পত্রিকার অনলাইন ইনচার্জ আসাদুজ্জামান সরদার (মধু), মো: হোসেন আলী, এস এম বিপ্লব হোসেন, মো: হোসেন আলী, মো: ইব্রাহিম খলিল, মিলন রুদ্র, বি.ডি.এফ প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক শামীম রেজা, দপ্তর সম্পাদক মোঃ মেহেদী হাসান শিমুল, সাবেক সভাপতি ও ইউপি সদস্য আব্দুল হাকিম, সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ আরশাদ আলী, শিক্ষক ও সাংবাদিক এবং বিডিএফ প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মুকুল হোসেন, প্রচার সম্পাদক এম এম জয়নাল, অর্থ সম্পাদক এস এম শরিফুল আলম রানা, ইমরান হোসেন, সুজন ঘোষ, আসাদুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় সকল বক্তারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্বপক্ষীয় দৈনিক পত্রদূত পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বলেন-১৯৯৫ সালে শহীদ স ম আলাউদ্দিন সাহেব সাতক্ষীরার মানুষের ভাগ্যন্নয়নের মহৎ স্বপ্ন নিয়ে দৈনিক পত্রদূত পত্রিকাটির প্রকাশনা শুরু করেন।
শুরু থেকে নানান ষড়যন্ত্র, ঘাত-প্রতিঘাত, চড়াই উৎরাই পেরিয়ে আজ পত্রিকাটি ৩১ পেরিয়ে ৩২ বর্ষে পদার্পন করলো। এটা যে কতটা চ্যালেন্জিং তা একমাত্র এই পত্রিকার সাথে যারা সম্পৃক্ত আছেন তারা খুব ভালো করে জানেন।
দৈনিক পত্রদূত সবসময় সাতক্ষীরার উন্নয়নে অনবদ্য ভূমিকা পালন করে আসছে। সেকারণে সাতক্ষীরার উন্নয়ন, সম্ভাবনা, সমস্যা, অনিয়ম, দূর্নীতি,শোষণ বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করতে কখনো পিছপা হননি। আমাদের সাতক্ষীরা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শেষ ও সুন্দরবনের উপকূলীয় একটি অপার সম্ভাবনাময় জেলা। এ জেলার আম,কুল,মধু, কাঁকড়া, চিংড়ি, টালি বিশ্ববাজারে বেশ পরিচিত পেয়েছে। সাতক্ষীরার ছেলে-মেয়েরা ক্রীড়াক্ষেত্রে দেশের নাম উজ্জ্বল করে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। সাতক্ষীরাই একমাত্র জেলা যেটাকে ব্রান্ডিং করেছে “সাতক্ষীরার আকর্ষন, সড়ক পথে সুন্দরবন ” সড়ক পথে সুন্দরবন দর্শনের সুযোগ আছে। সাতক্ষীরা খাদ্যশস্য, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণ হলেও এ জেলার সবচেয়ে বড় সমস্যা বেকারত্বের হার সবচেয়ে বেশি।এসব সমস্যা সমাধান তথা সাতক্ষীরার সার্বিক উন্নয়নে পত্রদূত পত্রিকাটি সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতে তা অব্যহত থাকবে।
সমগ্র অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি জি,এম আমিনুল হক।
https://www.kaabait.com