সাতক্ষীরা সদরের ব্যাংদহায় সড়ক দূর্ঘটনায় মো আব্দুর রশিদ নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ব্যাংদহা স্লুইসগেট সংলগ্ন এ ঘটনা ঘটেছে। নিহত আব্দুর রশিদ সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের দক্ষিণ গাভা মন্দিরের পাশে মো নফর গাইনের পুত্র।
স্থানীয় সূত্রে জানায়, আব্দুর রশিদ মাছ বিক্রি করতে গাভা থেকে বাইসাইকেলে ব্যাংদহা বাজারের দিকে আসছিলো। ব্যাংদহা স্লুইসগেট পৌছালে ব্যাংদহা বাজার থেকে আসা গাভাগামী মাটি বাহী ট্রলি সাইকেলকে ধাক্কা দিয়ে ট্রলিসহ গেটের পাশে খাদে পড়ে যায়। এতে সাইকেল আরোহী গুরুতর আহত হয়।
আহতকে এ্যাম্বুলেন্সে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। মেডিকেলে পৌছানোর সাথে সাথে মারা যায়। ট্রলি চালক গাভা গ্রামের দুলাল সরকারের পুত্র তরুন সরকার।
https://www.kaabait.com