• মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৫:৫৪
সর্বশেষ :
কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত ডুমুরিয়ায় কোটি কোটি টাকার শীতকালীন সবজি উৎপাদন ডুমুরিয়ায় বিশেষ অভিযানে পুশকৃত চিংড়ি জব্দ, অর্থদণ্ড তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি প্রায় চূড়ান্ত! নারায়ণগঞ্জে ব্র্যাকের ডেঙ্গু প্রতিরোধ ক্যাম্পেইন উপলক্ষে সভা পাইকগাছায় শীতের শুরুতে বাড়ছে লেপ-তোশকের চাহিদা ডুমুরিয়ায় নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আলোচনা সভা অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণা উপলক্ষে মাগুরা-২ আসনে জামায়াতের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সাতক্ষীরা প্রেসক্লাবের কমিটি নিয়ে বিবৃতি দেবহাটার পারুলিয়া মৎস্য অকশান সেন্টার কমিটি গঠন ও বনভোজন

মণিরামপুরের যমযমিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মনোনয়নকে কেন্দ্র করে তোপের মুখে সুপার

মনিরামপুর, যশোর প্রতিনিধি / ২৯৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৮ জুন, ২০২৫

মণিরামপুরে আহমাদুল্লাহ রাজু নামের এক যুবককে শ্যামকুড় যমযমিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি করায় সুপার আবদুল মোত্তালিব বিএনপিসহ এলাকাবাসীর তোপের মুখে পড়েছেন। অভিযোগ রয়েছে স্থানীয় অভিভাবক এবং শিক্ষকদের মতামত উপেক্ষা করে সুপারের জোগসাজসে তথাকথিত যুবলীগ কর্মী আহমাদুল্লাহ রাজুকে সভাপতি করার খবর জানাজানি হবার পর অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। ফলে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে গণস্বাক্ষর করে আবেদন করা করা হয়েছে।

 

এলাকাবাসী ও মাদ্রাসা সূত্রে জানাযায়, শ্যামকুড় যমযমিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটি গঠনের জন্য ভারপ্রাপ্ত সুপার আবদুল মোত্তালিব গত এপ্রিল মাসে অভিভাবক এবং শিক্ষকদের নিয়ে সভা করেন।

 

সভায় সর্ব সম্মতিক্রমে স্থানীয় হাফিজুর রহমান নামে এক ব্যক্তিকে সভাপতি করার সিদ্ধান্ত হয়। কিন্তু অভিযোগ রয়েছে ভারপ্রাপ্ত সুপার আবদুল মোত্তালিব অভিভাবক এবং শিক্ষকদের মতামতকে উপেক্ষা করে স্থানীয় যুবক আহমাদুল্লাহসহ তার পছন্দের একটি প্যানেল ২০ এপ্রিল বাংলাদেশ মাদ্রাসা বোর্ডে প্রেরণ করেন অনুমোদনের জন্য।

 

সে মোতাবেক মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানের পক্ষে রেজিষ্ট্রার ছালেহ আহমাদ ৪ জুন আহমাদুল্লাহকে সভাপতি, নুরুজ্জামানকে শিক্ষক প্রতিনিধি, আবু আব্দুল্লাহকে অভিভাবক সদস্য এবং সুপারকে সদস্য সচিব করে চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দেন। আর এ বিষয়টি জানাজানি হলে অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

 

এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান জানান, এ কমিটি বাতিল করা না হলে শনিবার মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান অভিযোগ করেন, বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে যুবলীগ ক্যাডার আহমাদুল্লাহ রাজুর নেতৃত্বে সন্ত্রাসীরা অবৈধভাবে বুঝতলার আবদুল বারীকের জমি দখল করেন। সেই ক্যাডারকে মাদ্রাসার সভাপতি করায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

তবে এ ব্যাপারে নিজেকে নির্দোষ দাবি করে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আবদুল মোত্তালিব বলেন, মাদ্রাসার স্বার্থে সভাপতি করতে হাফিজুর রহমান, আবদুল মোমিন এবং আহমাদুল্লাহ রাজুর নাম পাঠানো হয়েছিল বোর্ডে। কিন্তু বোর্ড কতর্ৃপক্ষ হাফিজুরের পরিবর্তে আহমাদুল্লাহকে সভাপতি করে চার সদস্যের এডহক কমিটির অনুমোদন দেন।

 

এ ব্যাপারে ব্যবস্থা নিতে শতাধীক ব্যক্তি গণস্বাক্ষর করে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেন।উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না জানান, বিষয়টি সমাধানের জন্য মাদ্রাসা বোর্ড কতর্ৃপক্ষকে অবহিত করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com