• মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৭:১৬
সর্বশেষ :
কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত ডুমুরিয়ায় কোটি কোটি টাকার শীতকালীন সবজি উৎপাদন ডুমুরিয়ায় বিশেষ অভিযানে পুশকৃত চিংড়ি জব্দ, অর্থদণ্ড তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি প্রায় চূড়ান্ত! নারায়ণগঞ্জে ব্র্যাকের ডেঙ্গু প্রতিরোধ ক্যাম্পেইন উপলক্ষে সভা পাইকগাছায় শীতের শুরুতে বাড়ছে লেপ-তোশকের চাহিদা ডুমুরিয়ায় নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আলোচনা সভা অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণা উপলক্ষে মাগুরা-২ আসনে জামায়াতের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সাতক্ষীরা প্রেসক্লাবের কমিটি নিয়ে বিবৃতি দেবহাটার পারুলিয়া মৎস্য অকশান সেন্টার কমিটি গঠন ও বনভোজন

মণিরামপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের স্বামী আটক

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি / ৬৮২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের স্বামী আটক

যশোরের মণিরামপুর উপজেলা আওয়ামীলীগনেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের স্বামী ব্যবসায়ী আবদুল মজিদকে পুলিশের হাতে আটক হয়েছে। সে একটি মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি হয়ে পলাতক ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) পলাশ বিশ^াস জানান, মণিরামপুর উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের স্বামী আবদুল মজিদ পদ্মা ব্রিকসের মালিক থাকাকালিন-২০১৩ সালে অগ্রিম ইট বিক্রয় বাবদ যশোরের ঠিকাদার মোবাশে^র হোসেন বাবুর নিকট থেকে ৭ লাখ ৮৫ হাজার টাকা গ্রহণ করেন। ঠিকাদার মোবাশে^র বাবু অভিযোগ করেন, মজিদ তাকে ইট সরবরাহ না করে তালবাহানা শুরু করেন। এক পর্যায়ে মজিদ বাবুর নামে সমুদয় টাকার একটি ব্যাংকের চেক প্রদান করেন। কিন্তু ওই একাউন্টে কোন টাকা জমা না থাকায় ২০১৫ সালে ঠিকাদার বাবু পদ্মা ব্রিকসের তৎকালিন মালিক আবদুল মজিদের নামে আদালতে চেক ডিজঅনার মামলা দায়ের করেন।

 

আদালত এ মামলায় মজিদকে এক বছরের কারাদন্ড প্রদান করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। দীর্ঘদিন পর গতকাল বৃহস্পতিবার দুপুরে মনিরামপুর পৌর শহর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

 

এ ব্যাপারে জানার জন্য সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের মোবাইল ফোনে কল করা হলে সেটটি বন্ধ পাওয়া যায়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com