• মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৭:১৩
সর্বশেষ :
কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত ডুমুরিয়ায় কোটি কোটি টাকার শীতকালীন সবজি উৎপাদন ডুমুরিয়ায় বিশেষ অভিযানে পুশকৃত চিংড়ি জব্দ, অর্থদণ্ড তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি প্রায় চূড়ান্ত! নারায়ণগঞ্জে ব্র্যাকের ডেঙ্গু প্রতিরোধ ক্যাম্পেইন উপলক্ষে সভা পাইকগাছায় শীতের শুরুতে বাড়ছে লেপ-তোশকের চাহিদা ডুমুরিয়ায় নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আলোচনা সভা অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণা উপলক্ষে মাগুরা-২ আসনে জামায়াতের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সাতক্ষীরা প্রেসক্লাবের কমিটি নিয়ে বিবৃতি দেবহাটার পারুলিয়া মৎস্য অকশান সেন্টার কমিটি গঠন ও বনভোজন

মণিরামপুর থানা ঘেরাও করে বিএনপির নেতাকর্মীদের বি ক্ষো ভ কর্মসূচী পালন

নূরুল হক, মনিরামপুর প্রতিনিধি / ৩১৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

মণিরামপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা থানা ঘেরাও করে থানা ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। বিগত সরকারের আমলে থানায় ধরে এনে শত শত বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলায় জেলহাজতে পাঠানো হতো। দিনের পর দিন মিথ্যা মামলায় হাজতবাস করতে হয়েছে। অথচ সুনির্দ্দিষ্ট অভিযোগে আসামি ধরে এনে থানা থেকে ছেড়ে দেয়া হচ্ছে। থানার ওসির বিরুদ্ধে এসব অভিযোগ এনে এ ঘেরাও কর্মসুচী ও বিক্ষোভ সমাবেশ করেছে।

 

রোববার সন্ধ্যায় এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দীক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা যুবদলের আহবায়ক মোতাহরুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলাম, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক বিল্লাল গাজী, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইউনুস আলী জুয়েল, সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কামরুজ্জামান, সদস্য সচিব মাসুদ গাজী প্রমুখ।

 

এ সময়ে বক্তারা বলেন, সম্প্রতি গাঁজাসহ দুইজনকে আটক করে মণিরামপুর থানা পুলিশ। রোববার সকালে তাদের ছেড়ে দেয়া হয়। এছাড়াও আরও ৪জনকে সুনির্দ্দিষ্ট অভিযোগে আটক করা হলেও তাদেরকে ছেড়ে দেয়া হয়। গত দুই দিনের ব্যবধানে ৭জনকে থানায় ধরে আনা হয়। কিন্তু রাতের অন্ধকারে রহস্যজনক কারণে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

 

তারা আরও বলেন, আসামি ছেড়ে দেয়া বন্ধ না করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com