• বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০২:১২
সর্বশেষ :
মহম্মদপুরে পেঁয়াজ সংরক্ষণে জন্য কৃষকদের মাঝে এয়ার-ফ্লো মেশিন বিতরণ  শ্যামনগরে শিয়াল মারার বিদ্যুতের ফাঁদে গৃহবধূর ম র্মা ন্তি ক মৃ ত্যু জলাবদ্ধতা নিরাসনে সরজমিন পরিদর্শনে ডুমুরিয়ার ইউএনও অভিযোজন প্রকল্প জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষিতে দিচ্ছে নতুন দিশা শ্যামনগরের স ন্ত্রা সী কায়দায় চিংড়ির হ্যাচারি দখল পাইকগাছায় কয়েকদিনের ভারী বর্ষণে নিন্মাঞ্চল প্লাবিত; ফসলের ক্ষতি; বেড়েছে জনদূর্ভোগ সাংবাদিক গাজী মোক্তার হোসেনের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের অবস্থান কর্মসূচি পালিত ভারী বৃষ্টিতে বিপাকে পাটকেলঘাটা এলাকার নিম্নআয়ের মানুষ আশাশুনি বাজার ও ওয়াপদার পাশে বসবাসকারীরা নদী ভাঙ্গনে উদ্বিগ্ন

মহম্মদপুরে পেঁয়াজ সংরক্ষণে জন্য কৃষকদের মাঝে এয়ার-ফ্লো মেশিন বিতরণ 

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ৪৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫

আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণের জন্য মাগুরার মহম্মদপুর উপজেলার ৫০জন কৃষকদের মাঝে এয়ার-ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।

 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আব্দুস সোবহানের সার্বিক তত্ত্বাবধানে বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে কৃষি পূর্ণবাসন প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরের এই এয়ার-ফ্লো মেশিন বিতরণ করা হয়।

 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণের জন্য আধুনিক এয়ার-ফ্লো মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের সিমিট রিচার্জ অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর কৃষিবিদ মোঃ মফিজুর রহমান ও এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার কৃষিবিদ এ কে এম জসিম উদ্দিন।

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, আধুনিক এয়ার-ফ্লো মেশিন পেঁয়াজ পচন রোধ করে এবং দীর্ঘ সময় অর্থাৎ ৯ মাস পর্যন্ত সংরক্ষণে সহায়তা করবে। ফলে কৃষকরা মৌসুম শেষে সঠিক সময়ে পেঁয়াজ বাজারজাত করতে পারবে এবং ন্যায্য মূল্য পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।

 

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সোবহান জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের পঞ্চাশ জন কৃষককে ৫০টি এয়ার-ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। একটি এয়ার-ফ্লো মেশিনে ৩শ মন পেঁয়াজ সংরক্ষণ করতে পারবে একজন কৃষক। এই মেশিন সেট করার জন্য একটি ঘর থাকতে হবে এবং মাচা তৈরি করতে হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com