• শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৯:৪৬
সর্বশেষ :
উন্নয়নের প্রতিশ্রুতি সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের বালুইগাছায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রের গলায় দড়ি দিয়ে আ*ত্মহ*ত্যা না.গঞ্জ সদরে ত্রয়োদশ জতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা শ্যামনগরে ৪১বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক সাতক্ষীরা ডিবির অভিযানে ৪৯৭ বোতল উইন কোরেক্সসহ ২ জন গ্রেফতার আশাশুনির শিশু আলভী ৪ দিন নিখোঁজ সাতক্ষীরায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার তালার সুভাষিনী গ্রামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট দেবহাটায় বিধবা ও প্রতিবন্ধীর জমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীর থানা পুলিশের অভিযানে ৩জন গ্রেফতার

যশোরে প্রেমিকের হাতে প্রেমিকা খু ন, শেষ রক্ষা হলনা প্রেমিকের

অনলাইন ডেস্ক / ৪৯৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
খাদিজা ওরফে মিতু

যশোরে প্রেমিকাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে শেষ রক্ষা হয়নি ঘাতক প্রেমিকের। যশোর পুলিশের হাতে আটক হয়েছে ঘাতক প্রেমিক মৃন্ময় ভদ্র ওরফে নিলয় ( ৩০)। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার দামোদরকাটি গ্রামের মদন কুমার ভদ্রের ছেলে। এর আগে মৃন্ময় ভদ্র ওরফে নিলয় যশোর সদর উপজেলার চান্দুটিয়া গ্রামে বসবাস করতেন।

যশোর ডিবি পুলিশ অভিযানে প্রেমিককে আটক করেছে। আজ বুধবার সকালে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের বুকভরা বাওড়ের পাশ থেকে প্রেমিকা মিতুর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। প্রেমিকা খাদিজা ওরফে মিতু সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়া এলাকার মেয়ে বলে একটি নির্ভর সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানায়, বুধবার সকালে শাড়ি পড়া এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে। এসময় তার কাছে একটি মোবাইল ফোন পাওয়া যায়। পরবর্তিতে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ডিবির এসআই খান মাইদুল ইসলাম রাজীব জানান, নিহত খাদিজা ওরফে মিতু এক সময় মুসলমান ছিলেন। বাড়ি সাতক্ষীরার পাটকেলঘাটায়। খাদিজা পরে তিনি ধর্মান্তরিত হয়ে হিন্দু ধর্মগ্রহণ করেন। তার প্রেমিক তন্ময় এর সাথে যশোরে ঘুরতে আসেন খাদিজা। এক পর্যায় তাকে ওই যুবক শ্বাসরোধ করে হত্যা করে। পুলিশ ওই যুবককে আটক করেছে।তার নাম মৃন্ময়। সকাল ১০টায় হালসা গ্রাম থেকে ডিবির একটি টিম মৃণময়কে আটক করেছে।

এদিকে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি বলেছেন হত্যাকাণ্ড সম্পর্কে প্রাথমিক তথ্য এই মুহূর্তে দেওয়া যাবে না। পুলিশ একজনকে আটক করেছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com