• বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:২৭
সর্বশেষ :
বিধবাকে কু*পিয়ে হ*ত্যা, রান্নাঘর থেকে মর*দেহ উদ্ধার পাইকগাছায় অবৈধ ইটভাটা–কয়লার চুল্লি উচ্ছেদ নেটিজেনদের প্রশংসায় ভাসছে প্রশাসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সাতক্ষীরা-১ আসনে পাঁচ প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আব্দুস সালামকে ক্রেস্ট উপহার দিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলমগীর কবির তালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত তালার হাজরাকাটিতে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পেট্রোল ওজনে কম দেওয়ায় ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা দেবহাটায় গনভোট ও বাল্য বিবাহ নিরোধ সম্পর্কে অবহিত করতে মহিলা সমাবেশ শ্যামনগরে বাঘ বিধবাকে হ*ত্যার উদ্দেশ্যে ধা*রালো দা দিয়ে কু*পিয়ে গুরুতর জ*খম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে সাতক্ষীরার রাজনৈতিক মাঠ

যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে ১ জনের মৃত্যু, শিশুসহ আহত ২১

প্রতিনিধি: / ২৮২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রের মিজৌরি রাজ্যে দ্য কানসাস সিটি চিফস এর সুপার বোল ভিক্টরি প্যারেডে গুলিতে এক ব্যক্তি নিহত এবং নয় শিশুসহ ২১ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। বলেন, ঘটনাস্থলে আহত অন্তত আটজনকে তারা প্রাণরক্ষার চিকিৎসা দিয়েছেন। আরও সাত জনের আঘাতও তাদের প্রাণহানির কারণ হতে পারে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় তিনটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের মধ্যে নয়টি শিশু থাকার কথা জানিয়েছেন। কানসাস সিটির ডাউনটাউনে বুধবার ওই প্যারেড চলাকালে হঠাৎ করেই গোলাগুলি শুরু হয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। পরে এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান স্টেসি গ্রেভস বলেন, সন্দেহভাজন হিসেবে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে। বিবিসি জানায়, কানসাস সিটি চিফস এর বিজয় মিছিলটি যখন ডাউনটাউনে ইউনিয়ন স্টেশনের কাছে পৌঁছায় তখন রেল স্টেশনটির পশ্চিম দিকে গুলি বর্ষণ শুরু হয়। প্রিয় দলের বিজয় মিছিলে অংশ নিতে হাজার হাজার ভক্তরা জড়ো হওয়ায় সেদিন ইউনিয়ন স্টেশনটি বন্ধ রাখা হয়েছিল। স্থানীয় সময় দুপুর প্রায় ২টার দিকে গুলির ঘটনা ঘটে। গোলাগুলি শুরুর সময়ও কানসাস সিটি চিপস এর খেলোয়াড়রা মঞ্চের উপর ছিল। গুলি শুরু হওয়ার পর জড়ো হওয়া দর্শকরা প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করেন। যাদের মধ্যে নগরীর মেয়র ও তার পরিবারের সদস্যরাও ছিল। বিজয় মিছিলের নিরাপত্তায় সেখানে আট শতাধিক পুলিশ মোতায়েন ছিল। এমনকি আশেপাশের উঁচু ভবনগুলোতেও পুলিশ সদস্যদের পাহারা দিতে দেখা গেছে। নগরীর ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরাও জরুরি সেবা দিতে সেখানে উপস্থিত ছিল। সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান গ্রেভস বলেন, মোট ২২ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের একজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। স্থানীয় একটি রেডিও স্টেশন থেকে জানানো হয়, তাদের ডিজে লিসা লোপেজ গুলিতে নিহত হয়েছেন।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com