• বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮

শরিফ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন, দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা

ডেস্ক / ৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

ঢাকা, ১৭ ডিসেম্বর ২০২৫: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বর্তমানে তিনি সিঙ্গাপুরের একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

আজ মঙ্গলবার সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান ব্যক্তিগতভাবে হাসপাতালে গিয়ে শরিফ ওসমান হাদিকে দেখে আসেন। পরিদর্শন শেষে রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ফোনালাপে হাদির সর্বশেষ শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন ড. ভিভিয়ান বালাকৃষ্ণান।

 

 

তিনি প্রধান উপদেষ্টাকে জানান, চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শরিফ ওসমান হাদির অবস্থা এখনও অত্যন্ত সংকটাপন্ন এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল সার্বক্ষণিকভাবে তার চিকিৎসা কার্যক্রম তদারকি করছে।

 

 

এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি দেশবাসীকে ধৈর্য ও শান্ত থাকার আহ্বান জানিয়ে শরিফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন।

 

 

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে সাহসী ভূমিকা ও আন্দোলনের মুখপাত্র হিসেবে শরিফ ওসমান হাদি দেশজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। তার অসুস্থতার খবরে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী মহলে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

 

 

চিকিৎসা সংক্রান্ত নতুন কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com