সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে শ্যামনগর অভিবাসী কর্মী প্রোগ্রাম (ওকাপ) এর সহযোগিতায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার সামসুজ্জাহান কনক এর সভাপতিত্বে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ, উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, সমাজসেবা কর্মকর্তা দেলওয়ার হোসেন, উপজেলা সমবায় অফিসার জাকির হোসেন, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল,এস আই বিপ্লব হোসেন, এনজিও সমন্বয়কারী গাজী আল ইমরান, অভিবাসন, মানব পাচার প্রতিরোধ, জলবায়ু পরিবর্তন জণিত অভিবাসন, গবেষণা ও শিশু সুরক্ষা ইত্যাদি বিষয়ে আলোচনা সভায় স্থান পায়।
https://www.kaabait.com