• সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৪:২৫
সর্বশেষ :
মৃত শিশু গাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায় দাড়িয়ে : যে কোন মুহুর্তে প্রাণহানির শঙ্কা! প্রার্থিতা ফিরে পেয়ে ঢাকাস্থ কালিগঞ্জ আশাশুনিবাসীর সঙ্গে পরিবর্তনের অঙ্গীকারে ডা. শহিদুল আলমের মতবিনিময় দেবহাটা রিপোর্টার্স ক্লাবে জামায়াত মনোনীত প্রার্থীর ছেলের মতবিনিময় সরকারি কেবিএ কলেজের শরীরচর্চা শিক্ষক খোকনের বিদায় সংবর্ধনা সিলগালা শ্যামনগরের বেসরকারি আনিকা প্রাইভেট ক্লিনিক বিডিএফ প্রেসক্লাবে দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী সরুলিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত নানা আয়োজনে নারায়ণগঞ্জে দিনব্যাপি বাংলাদেশ লেখক সম্মেলন অনুষ্ঠিত তালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছার আগড়ঘাটায় উদ্ধার তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক

শ্যামনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১৬০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস

সাতক্ষীরার শ্যামনগরে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা-“এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ যথাযথ ভাবে পালিত হয়েছে।

 

সোমবার (০৯ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে মানববন্ধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাসহ নানান কর্মসূচীতে দিবসটি উদযাপিত হয়েছে। শ্যামনগর উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনার আয়োজনে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানের প্রধান অতিথি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।

 

পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন বলেন, পরিবার থেকে দুর্নীতি প্রতিরোধ শুরু করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে সকলকে সচেতন হতে হবে।দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা থাকলে আগামীতে শুদ্ধতায় দুর্নীতি প্রতিরোধে সহায়ক হবে।যার যার অবস্থান থেকে দুর্নীতি কে না বলে এই দীক্ষায় কাজ করতে হবে।

 

অনুষ্ঠানে শ্যামনগর থানা ওসি তদন্ত ফকির তাইজুর রহমান, প্রেসক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, সরকারি-বেসরকারি কর্মকর্তাগণ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মানবেন্দ্র দেব নাথ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com