• শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৩১
সর্বশেষ :
শরিফ ওসমান বিন হাদির হ*ত্যাকারীদের বিচারের দাবিতে তালায় বিক্ষোভ সাতক্ষীরায় ওসমান হাদীর গায়েবে জানাজা ও বিক্ষোভ, খুনিদের গ্রেফতারে প্রশাসনকে আল্টিমেটাম সাতক্ষীরায় প্লাস্টিক অদল-বদল ক্যাম্পেইন অনুষ্ঠিত কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন শাহবাগের নাম শহীদ ওসমান হাদি চত্বর ঘোষণা প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ দেশবাসীকে কাদিয়ে না ফেরার দেশে ওসমান হাদি শ্যামনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় মুন্ডা সম্প্রদায়ের নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্প সমাপনী ও অভিজ্ঞতা বিনিময় সভা তালায় আম বাগান থেকে এক ব্যক্তির লা শ উদ্ধার

শ্যামনগরে আন্ত: জেলার মোটরসাইকেল চোরসহ ৫ সদস্য গ্রে ফ তা র

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ২২২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন করিব মোল্লা, থানার নেতৃত্বে জিডি নং-১৩০০, তারিখ-২৭ মার্চ তুহিন বাওয়ালী, এসআই চন্দন কুমার মন্ডল, এসআই মোস্তাক আহামেদ এসআই মোহাম্মদ গিয়াস উদ্দিন, এসআই এম সজীব আহমেদ, এসআই অভিক বড়াল সঙ্গীয় ফোর্সের সহায়তায় শ্যামনগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ধৃত ১নং আসামী সালাউদ্দিন গাজী ও ২নং আসামী আবু বক্কার গাজীসহ চোরাই মোটর সাইকেল উদ্ধারের লক্ষ্যে ২৭ মার্চ বিকাল ৪টার সময় শ্যামনগর থানাধীন গাবুরা গ্রামের আসামী মোস্তাফিজুর রহমান নান্নু এর বসতবাড়ি হতে এবং পরবর্তীতে অন্যন্য আসামীগণের বাড়ি থেকে সর্বমোট ০৯ টি মোটর সাইকেল উদ্ধারপূর্বক ০৫ জন কে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামী হলো, কালিগঞ্জ থানার কাকশিয়ালী গ্রামের মৃত্যু হাসান গাজীর ছেলে সালাউদ্দিন গাজী (৩৮), শ্যামনগর থানার চিংড়িখালী গ্রামের আরশাদ আলী গাজীর পুত্র আবু বক্কর সিদ্দিক গাজী(৫৫),একই উপজেলার গাবুরা গ্রামের ইউনুস আলী গাজীর ছেলে মোস্তাফিজুর রহমান নান্নু(৩৫), একই গ্রামের গফুর গাজীর ছেলে আতিকুর রহমান সাজু(৩৮), ৯ নং সোরা গ্রামের ছাকাত গাজীর ছেলে শাহাজাহান গাজী(৩৫), সর্ব থানা-শ্যামনগর , জেলা-সাতক্ষীরা গ্রেফতারকৃত আসামীগণের বিভিন্ন তথ্যে আসামী সালাউদ্দিন গাজী শ্যামনগর থানা এলাকা হতে সু-কৌশলে মোটরসাইকেল চুরি করিয়া অপর সহযোগী আসামীগণের মাধ্যমে বিভিন্ন স্থানে বিক্রয় করে।

 

আসামীগণ অভ্যাসগত চোর এবং চোর দলের সক্রিয় সদস্য। প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত আসামীগণ আন্তঃ বিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য মর্মে জানা যায়।

 

আসামীদের বিরুদ্ধে সাতক্ষীরা জেলাসহ অন্য জেলায় একাধিক চুরি,অস্ত্র,মাদক মামলা রয়েছে। আসামী সালাউদ্দিন গাজী এর বিরুদ্ধে ১৫ টি মামলা, আবু বক্কর সিদ্দিক গাজী এর বিরুদ্ধে ২৭ টি মামলা, মোস্তাফিজুর রহমান নান্নুএর বিরুদ্ধে ৩ টি মামলা, আতিকুর রহমান সাজু এর বিরুদ্ধে ৩ টি মামলা এবং শাহাজাহান গাজীএর বিরুদ্ধে ৩ টি মামলায় অভিযোগ রয়েছে।
পরবর্তীতে ধৃত আসামীগণের বিরুদ্ধে শ্যামনগর থানার মামলা নং-৩১, তারিখ-২৮ মার্চ ২০২৫ ধারা- ৪১৩ পেনাল কোড ১৮৬০ রুজু করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com