• রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০১:৩৬
সর্বশেষ :
দেবহাটায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালীগঞ্জ বিজয়ী বিএনপি ছেড়ে অর্ধশতাধিক কর্মী-সমর্থক যোগ দিলেন জামায়াতে ডুমুরিয়ায় ফুলকপির বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি সাতক্ষীরার শ্যামনগরে ডাকাতি প্রস্তুতিকালে আটক ২ বাউখোলায় ঐতিহ্যবাহী ঢালী খেলা অনুষ্ঠিত দলের মনোনয়ন আমার কর্ম ও জনগণের প্রতি দায়িত্ববোধের স্বীকৃতি: কাজী আলাউদ্দিন খুলনা বিভাগে বিএনপির একমাত্র নারী প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী আশাশুনিতে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দেবহাটায় বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালী ও সমাবেশ ক্ষু’ধার জ্বালায় কেশবপুর ছেড়ে ডুমুরিয়ায় হনুমানের আগমণ

শ্যামনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩৬জুলাই উদযাপন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ১০২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার ঐতিহাসিক ‘৩৬ জুলাই(৫ আগষ্ট) উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠানসহ আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনের উক্ত অনুষ্ঠানে ছাত্র-জনতাসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

 

এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও শিক্ষক, সাংবাদিকসহ পেশাজীবী সংগঠনের প্রতিনিধিগনও উপস্থিত ছিলেন।
ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই-অভ্যুন্থান(২০২৪) দিবসের প্রথম বর্ষবরণ অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগষ্টে আত্মউৎস্বর্গকারী বীর ছাত্র-জনতার প্রতি সম্মান জানিয়ে এ মিনিট নিরবতা পালন করা হয়।

 

পরবর্তীতে উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুর রহমানের পরিচালনায় জুলাই-আগষ্টের আন্দোলনে শহিদদের রুহের মাগফেরাত কামনাসহ আহতদের সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়। পরবর্তীতে আলোচনা সভায় অনেকে স্মৃতি রোমন্থনসহ যেকোন মুল্যে জুলাই-আগষ্টের চেতনাকে লালনের অঙ্গীকার ভ্যক্ত করেন।

 

এসময় সভাপতির বক্তব্যে ইউএনও মোছাঃ রনী খাতুন বলেন বৈষম্যমুক্ত সমাজ গড়তে হলে সবার অংশগ্রহনের বিকল্প নেই। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচারণের ফলে পরবর্তীতে আর কোন অভ্যুন্থানের প্রয়োজন যেন না পড়ে।

 

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সকলেল অংশগ্রহনের আহবান জানান।

 

এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) রাশেদ হোসাইন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, ডাঃ জিয়াউর রহমান, মুক্তিযোদ্ধা ডাঃ জিয়াদ আলী, বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ, সোলায়মান কবীর, জামায়াত আমির মাওলানা আব্দুর রহমান, গোলাম মোস্তফা, শিক্ষক আব্দুস সাত্তার, মাসুম বিল্লাহ প্রমুখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com