সাতক্ষীরার শ্যামনগরে জাসাস এর উদ্যোগে শুভেচ্ছা মিছিল ও পথসভা হয়েছে। রক্তাক্ত জুলাই স্মরণ এবং জুলাই যোদ্ধাদের সম্মান জানাতে উপজেলা জাসাসের পক্ষ থেকে এমন কর্মসূচি গ্রহন করা হয়।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল ৫টায় শ্যামনগর টার্মিনাল সংলগ্ন সংগঠনের কার্যালয় থেকে মিছিল বের হয়ে নকিপুর বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রেসক্লাব চত্বরে পথসভার মিলিত হয়।
গর্বিত জুলাই স্মরণের উক্ত শুভেচ্ছা মিছিল ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটি অন্যতম নেতা আবদুল্লাহ আল কাদির সোহেল ওরফে টাইগার সোহেল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জাসাস এর যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম, শ্যামনগর উপজেলা জাসাস এর আহবায়ক আব্দুল করিম গাজী, সদস্য সচিব বাবুর আলী, যুগ্ন আহবায় জাহিদ হাসান, যুগ্ম আহ্বায় আব্দুর রহমান, যুগ্ন আহবায় মিলন যুগ্ন আহবায় খলিলুর রহমান, যুগ্ন আহবায়ক আজিম আহমেদ, যুগ্ন আহবায়ক আল আমিন, যুগ্ন আহবায়ক ফেরদাউস প্রমূখ।
https://www.kaabait.com