• শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:৪১
সর্বশেষ :
শরিফ ওসমান বিন হাদির হ*ত্যাকারীদের বিচারের দাবিতে তালায় বিক্ষোভ সাতক্ষীরায় ওসমান হাদীর গায়েবে জানাজা ও বিক্ষোভ, খুনিদের গ্রেফতারে প্রশাসনকে আল্টিমেটাম সাতক্ষীরায় প্লাস্টিক অদল-বদল ক্যাম্পেইন অনুষ্ঠিত কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন শাহবাগের নাম শহীদ ওসমান হাদি চত্বর ঘোষণা প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ দেশবাসীকে কাদিয়ে না ফেরার দেশে ওসমান হাদি শ্যামনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় মুন্ডা সম্প্রদায়ের নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্প সমাপনী ও অভিজ্ঞতা বিনিময় সভা তালায় আম বাগান থেকে এক ব্যক্তির লা শ উদ্ধার

শ্যামনগরে জোরপূর্বক ছিনিয়ে নিল স্বর্ণের চেইন ও কানের দুল

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১৫৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
জোরপূর্বক ছিনিয়ে নিল স্বর্ণের চেইন, কানের দুল

সাতক্ষীরার শ্যামনগরে জমি বিরোধ কে কেন্দ্র করে জোর পূর্বক ছিনিয়ে নিল স্বর্ণের চেইন ও কানের দুল। এ ঘটনায় শ্যামনগর থানায় এজাহার দাখিল করা হয়েছে। বাদুড়িয়া গ্রামের আ.স.ম মোসলেহ উদ্দীনের স্ত্রী মুনমুন জাহান ওরফে মুন্নি (৩৪) শ্যামনগর থানায় ৫ জনের অভিযুক্ত করে এজাহার দাখিল করেছেন। মুন্নীর লিখিত অভিযোগে জানান, বাদুড়িয়া গ্রামের আবু সিদ্দিক গাজী, আদম আলী গাজী, মোবারাক হোসেন গাজী, খুকু মনি ও নাছিমা খাতুন সহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে দলেভারী, গুন্ডা, সন্ত্রাসী, লাঠিয়াল, ভূমিদস্যু, পরসম্পদলোভী, আইন অমান্যকারী, শান্তিশৃঙ্খলা বিনষ্টকারী হিংস্র প্রকৃতির একজোটভুক্ত ব্যক্তি মর্মে অভিযোগ করা হয়।

 

বিগত ১০/১২/২০২৪ তারিখে সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে তারা পরস্পর যোগসাজশে পূর্ব পরিকল্পিত ভাবে বে-আইনি জনতাবন্ধে হাতে লোহার রড, শাবল, হাতুড়ি, জিআই পাইপ, বাঁশের লাঠি সহ ধারালো অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে জমি বিরোধে মুন্নি কে বেদহড়ক মারপিট করে রক্তাক্ত করে ফোলা জখম করে । এ সময় মুন্নীর ব্যবহৃত গলার স্বর্ণের চেইন ও স্বর্ণের বাম কানের দুল ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠে।

 

তার স্বামীর নিজ নামে আটুলিয়া মৌজায় ১২নং খতিয়ানে, সাবেক দাগ নং- ৩৭৪৭, হল দাগ নং ১০৩২০, জমি পরিমান ১১ শতক সম্পত্তি ক্রয় সূত্রে মালিক হন। সেখানে পাকা প্রাচীর দিয়ে ভোগ দখল করলেও তারা প্রাচীরের কিছু অংশ ভেঙ্গে দেয়। তাছাড়া বাড়িতে অনাধিকার প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র ভাঙচুর, লুটপাট ও নগদ টাকা নেয়ার অভিযোগ পাওয়া যায়। স্থানীয়রা মুন্নী কে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করেন।

 

এ ব্যাপারে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্যা জানান, এজাহার পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com