• শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭
সর্বশেষ :
শ্যামনগরের পার্শ্বেমারী গ্রামে পানি শোধনাগারের শুভ উদ্বোধন করলেন পুলিশ সুপার দিনের ভোট রাতে নয়, আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা দেবহাটার পারুলিয়া ও কুলিয়ার ৪টি গ্রামকে অপু’ষ্টি’মুক্ত ঘোষণা সাতক্ষীরা-১: তরুণ নেতা আরিফুজ্জামান মামুনের জনপ্রিয়তা বাড়ছে দেবহাটায় শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক নগরঘাটায় জামায়াতে ইসলামীর জরুরী বৈঠক অনুষ্ঠিত দেবহাটা উপজেলা জামায়াতের আয়োজনে বৃহস্পতিবার সুধী সমাবেশ দেবহাটায় প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা শ্যামনগরে সরকারিভাবে নিলামকৃত জমি ও মৎস্য ঘের জো’র’পূর্বক দ’খ’লের চেষ্টা

শ্যামনগরে জোরপূর্বক ছিনিয়ে নিল স্বর্ণের চেইন ও কানের দুল

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১২৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
জোরপূর্বক ছিনিয়ে নিল স্বর্ণের চেইন, কানের দুল

সাতক্ষীরার শ্যামনগরে জমি বিরোধ কে কেন্দ্র করে জোর পূর্বক ছিনিয়ে নিল স্বর্ণের চেইন ও কানের দুল। এ ঘটনায় শ্যামনগর থানায় এজাহার দাখিল করা হয়েছে। বাদুড়িয়া গ্রামের আ.স.ম মোসলেহ উদ্দীনের স্ত্রী মুনমুন জাহান ওরফে মুন্নি (৩৪) শ্যামনগর থানায় ৫ জনের অভিযুক্ত করে এজাহার দাখিল করেছেন। মুন্নীর লিখিত অভিযোগে জানান, বাদুড়িয়া গ্রামের আবু সিদ্দিক গাজী, আদম আলী গাজী, মোবারাক হোসেন গাজী, খুকু মনি ও নাছিমা খাতুন সহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে দলেভারী, গুন্ডা, সন্ত্রাসী, লাঠিয়াল, ভূমিদস্যু, পরসম্পদলোভী, আইন অমান্যকারী, শান্তিশৃঙ্খলা বিনষ্টকারী হিংস্র প্রকৃতির একজোটভুক্ত ব্যক্তি মর্মে অভিযোগ করা হয়।

 

বিগত ১০/১২/২০২৪ তারিখে সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে তারা পরস্পর যোগসাজশে পূর্ব পরিকল্পিত ভাবে বে-আইনি জনতাবন্ধে হাতে লোহার রড, শাবল, হাতুড়ি, জিআই পাইপ, বাঁশের লাঠি সহ ধারালো অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে জমি বিরোধে মুন্নি কে বেদহড়ক মারপিট করে রক্তাক্ত করে ফোলা জখম করে । এ সময় মুন্নীর ব্যবহৃত গলার স্বর্ণের চেইন ও স্বর্ণের বাম কানের দুল ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠে।

 

তার স্বামীর নিজ নামে আটুলিয়া মৌজায় ১২নং খতিয়ানে, সাবেক দাগ নং- ৩৭৪৭, হল দাগ নং ১০৩২০, জমি পরিমান ১১ শতক সম্পত্তি ক্রয় সূত্রে মালিক হন। সেখানে পাকা প্রাচীর দিয়ে ভোগ দখল করলেও তারা প্রাচীরের কিছু অংশ ভেঙ্গে দেয়। তাছাড়া বাড়িতে অনাধিকার প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র ভাঙচুর, লুটপাট ও নগদ টাকা নেয়ার অভিযোগ পাওয়া যায়। স্থানীয়রা মুন্নী কে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করেন।

 

এ ব্যাপারে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্যা জানান, এজাহার পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com