শ্যামনগরে নিরাপদ সুপ্রিয় ও কৃষি কাজে ব্যবহার উপযোগী পানির সহজলভ্যতা বৃদ্বির জন্য স্টেকহোল্ডারদের সাথে নারী কৃষকদের অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
১০ ডিসেম্বর সকাল ১১টায় শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাবে,একশন এইড বাংলাদেশ এর প্রগতি প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসার নাজমুল্ হুদা, মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন,সিডিও ইয়ুথ টিমের পরিচালক গাজী আল ইমরান, জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, রমজান নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজগার আলী বুলু, রমজান নগর স্বাবলম্বী দলের সভানেত্রী রাবেয়া খাতুন ও ভেটখালী স্বাবলম্বী দলের সভানেত্রী শুকরিয়া গায়েন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন একশন এইড বাংলাদেশ এর প্রতিনিধি আব্দুল কাইয়ুম। বক্তব্যে রমজান নগর ইউনিয়নের উপকূলীয় এলাকার সুপ্রিয় পানি ও কৃষি জমির কাজে ব্যবহার উপযোগী বিভিন্ন অসুবিধার কথা উঠে আসে এবাং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সমাধানের বিষয় আরোকপাত করেন।
অ্যাডভোকেসী সভার পূর্বে শ্যামনগর উপজেলা প্রেসক্লার সামনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে নিরাপদ সুপেয় ও কৃষি কাজে ব্যবহার উপযোগী পানির সহজলভ্যতা বৃদ্বির দাবিতে সকাল দশটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
https://www.kaabait.com