• শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৪:৪০
সর্বশেষ :
দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা শ্যামনগগরে ফ্রেন্ডলি ব্যাকআপ টিমের র ক্ত পরিক্ষা কর্মসূচী খুলনা-৫ আসনে হতে পারে হাই ভোল্টেজের ল ড়া ই সুন্দরবনের মামুদা নদী সংলগ্ন এলাকায় একনলা বন্দু কসহ ২রাউন্ড তাজা কা র্তুজ উদ্ধার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মনজুরের ডুমুরিয়ার কাইনমারা ও ঘুরুনিয়া মাইক্রো ওয়াটারশেড পরিদর্শন পরলোকে সাংবাদিক সামাদ মতিন’র সহধর্মিণী এড. সুরাইয়া মতিন শ্যামনগরের হরিনগর প্যান্ডামিক ফিসারিস প্রজেক্ট দ খ লকারীদের বি*রুদ্ধে সংবাদ সম্মেলন তালায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি থেকে বঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন খুলনার ভিডিও নিয়ে শ্যামনগরে চিকিৎসকদের নামে অপ-প্রচার সাতক্ষীরার আলোচিত জনপদ খলিশাখালিতে পুলিশ ফাঁড়ি’র দাবী

শ্যামনগরে পাউবো’র অফিস সহায়ক ঠিকাদার, বেড়িবাঁধ সংস্কারে দু র্নী তির অ ভি যো গ

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৬৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

সাতক্ষীরার উপকুলীয় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নির্ধারিত ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে সাব কন্ট্রাক নিয়ে শ্যামনগর পাউবো’র উপ-বিভাগে কর্মরত একজন অফিস সহায়কের মাধ্যমে যেমন তেমন করে চলমান রাখছে বাঁধের কার্যক্রম। যে কারণে বুড়িগোয়ালিনী ইউনিয়নের টুঙ্গীপাড়া-পশ্চিম দূর্গাবাটি এলাকায় বেড়িবাঁধ সংস্কারে ব্যাপক অনিয়ম হচ্ছে। ফলে উপকূলীয় দুর্যোগ কবলিত এলাকার মানুষের জানমাল রক্ষার জন্য সরকারের বরাদ্দ দেয়া কোটি কোটি টাকা পানিতে ভেসে যেতে বসেছে।

 

খোঁজ নিয়ে জানা যায়, উপকূলীয় এলাকার দুর্যোগের ঝুঁকি ব্যবস্থাপনা বর্ধিতকরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১ এর আওতাধীন ৫ নং পোল্ডারে ঘোলা তেরমহনি,১৮০ মিটার মাটি এবং জি.আই বস্তার কাজ
ঘোলা তেরমহনি,৯৫ মিটার মাটি এবং জি.আই বস্তার কাজ কুপোট মালী বাড়ী মসজিদের সামনে ৭৫, ৮৫, ৬৫ মিটার মাটি এবং জি.আই বস্তার কাজ কুপট শাহবুদ্দীনের বাড়ী সংলগ্ন ওয়াপদা বেঁড়ীবাধে কাজ ৫৫ মিটার মাটি এবং জি.আই বস্তার কাজ বদ্দি বাড়ী খেয়াঘাট ৩৫ মিটার মাটি এবং জি.আই বস্তার কাজ ঝাপা খেয়াঘাট ১৭০ মিটার মাটি এবং জি.আই বস্তার কাজ খোনতাকাটা গেট ২১০ মিটার মাটি এবং জি.আই বস্তার কাজ নীলডুমুর বিজিবি ক্যাম্প বুড়িগোয়ালিনী ১৮ হাজার জি, আই বস্তা ডাম্পিং এর কাজ দাতিনাখালী সানা বাড়ী হইতে হক মেম্বরের বাড়ী পর্যন্ত ১৫, ২০, ২৫, ১৫ মিটার মাটি এবং জি.আই বস্তার কাজ দাতিনাখালী আলেক মোড় হইতে গাতিদারবাড়ী মসজিদ পর্যন্ত- ৫৭, ৪০, ২০ মিটার মাটি এবং জি.আই বস্তার কাজ,মুন্সিগঞ্জ মৌখালী গোড়া,৬৫, ৭৫, ৯৫ মিটার মাটি এবং জি.আই বস্তার কাজ শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে ৪ দশমিক ৯০ কিলোমিটার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ জিও ব্যাগ দিয়ে সংস্কারের জন্য আনুমানিক ৬ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়।

 

এই সকল কাজের মধ্যে মাটি দিয়ে বেড়িবাঁধ সংস্কার ও জিও ব্যাগ প্লেসিং ও ডাম্পিং রয়েছে। কিন্তু পাউবো কোনো ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ না করে শ্যামনগর পাউবো’র উপ-বিভাগে কর্মরত অফিস সহায়ক মোঃ খোরশেদ আলম কে সাব কন্ট্রাক্ট দিয়েছেন। খোরশেদ আলম আবার লেবার সর্দ্দারকে দিয়ে এই কাজ করাচ্ছেন।

 

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, সাতক্ষীরা পাউবো বিভাগ-১ এর ৫ নম্বর পোল্ডারের কাজের সাব কন্ট্রাক্ট নিয়েছেন শ্যামনগর পওর উপ- বিভাগে কর্মরত অফিস সহায়ক কুষ্টিয়া জেলার আলমডাঙ্গার বাসিন্দা,মোঃ খোরশেদ আলম। তার এই উপরোক্ত দেওয়া সংস্কার কাজে ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হয়েছে। দরপত্র অনুযায়ি বেড়িবাঁধের নদীর পার্শ্বে স্লোভ ২৪ ফুট, ভূমির পাশে স্লোভ ১৪ ফুট, বাধের উপরে (মাথা) প্রশস্ত ১৪ ফুট এবং উচ্চতা পুরাতন বাঁধ থেকে ৩ ফুট হওয়ার কথা।

 

কিন্তু দরপত্র অনুযায়ি খোরশেদ আলম কাজ করছেন না। অধিকাংশ স্থানে বাঁধের উচ্চতা এক থেকে দেড় ফুটের বেশি হচ্ছে না। বাঁধের মাথা ও দুই পাশের স্লোভও অনেক কম হচ্ছে। এছাড়া স্কেবেটর মেশিন দিয়ে বাঁধের স্লোভের কাছ থেকে মাটি কেটে নেয়া হচ্ছে। যে কারনে তার সংস্কার করা বাঁধ ইতিমধ্যে অনেক স্থানে ধ্বসে পড়েছে।

 

এছাড়া প্লেসিং ও ডাম্পিংয়ের জন্য প্রস্তুত করা জিও ব্যাগে বালুর পরিমান কম দেয়া হচ্ছে। নিয়ম অনুযায়ি ডাম্পিংয়ের ব্যাগে ২২০ কেজি ও প্লেসিংয়ের ব্যাগে ১৭৫ থেকে ১৮০ কেজি বালু ভরার কথা থাকলে অধিকাংশ জিও ব্যাগে বালুর পরিমান কম দেয়া হচ্ছে। ফলে নতুন সংষ্কার করা বেড়িবাঁধ থেকে যাচ্ছে ঝুঁকির মধ্যে। পাউবো অফিসের স্টাফ হওয়ায় খোরশেদ আলম অবৈধ প্রভাব খাটিয়ে তিনি বাঁধ সংস্কারের কাজে এই অনিয়ম করে চলেছেন বর্তমানে পাউবোর বরাদ্দকৃত আনুমানিক ৬ কোটি টাকার কাজ চলমান।

 

স্থানীয় অনেকেই বলেন, ‘প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করে টিকে আছি আমরা। ঘূর্নিঝড় ও জলোচ্ছ্বাস হলেই দূর্বল বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়ে। সরকার প্রয়োজনীয় বরাদ্দ দিলেও ঠিকাদারী প্রতিষ্ঠানের অনিয়মের কারণে বাঁধ সঠিক ভাবে মেরামত করা হয়না। ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে সাব কন্ট্রাক নিয়ে শ্যামনগর পওর উপ- বিভাগে কর্মরত অফিস সহায়ক মোঃ খোরশেদ আলম এই এলাকার প্রায় সব বেড়িবাঁধ সংস্কার কাজ করেন।

 

বুড়িগোয়ালিনী সহ আটুলিয়া, মুন্সিগঞ্জ ইউনিয়নের নানা জায়গায় বাঁধের কাজ তিনিই করছেন। অবৈধ প্রভাব খাটিয়ে তিনি যেনতেন ভাবে বাঁধ সংস্কারের কাজ করে সরকারি অর্থ লোপাট করে কোটিপতি বনে গেছেন। যে কারনে প্রতিবছর বাঁধ ভেঙ্গে যায়।’ রক্ষক যদি ভক্ষক হয় তাহলে কোন উন্নয়ন কাজ সঠিকভাবে হওয়ার কথা নয় বলে মন্তব্য করেন তিনি।
পাউবো’র বেড়ি বাঁধ সংস্কারে অনিয়মের একই ধরনের অভিযোগ করেন ওই এলাকার স্থানীয় অনেকেই।

 

তবে শ্যামনগর পাউবো’র উপ-বিভাগে কর্মরত অফিস সহায়ক মোঃ খোরশেদ আলম সাব কন্ট্রাক নিয়ে বেড়িবাঁধ সংস্কারের কাজ করার বিষয়টি অস্বীকার করেন।

 

বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম বলেন, ‘আমার ইউনিয়নে অধিকাংশ বেড়িবাঁধ জরাজীর্ণ। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের অফিস সহকারী খোরশেদ আলম ঠিকাদার হওয়ায় যেনতেন ভাবে এসব বাঁধ সংস্কারের কাজ করে আসছে বলে প্রায় প্রতিবছর বাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হয়। আমার ইউনিয়নে বেড়িবাঁধ সংস্কার কাজে কিছু স্থানে অনিয়ম হচ্ছে বলে আমি জানতে পারায় পাউবো কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করে ও কোনো সুফল পায়নি।কিন্তু আমাদের কিছুই করার নেই। বেড়িবাঁধ সংস্কার কাজের সাথে স্থানীয় সরকারের প্রতিনিধিত্ব না থাকায় এঅবস্থার সৃষ্টি হচ্ছে।
এ ব্যপারে সাতক্ষীরা পাউবো বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দিন এর সাথে কথা বলতে চাইলে তিনি পরে কথা বলেবেন বলে জানান পরবর্তীতে তার ব্যবহৃত ০১৭২৩৫৭৩৩৮৫ মোবাইল নম্বরে যোগাযোগ করলে তিনি রিসিভ করেননি।

 

এমতাবস্থায় অনেক সচেতন মহলের ধারনা পাউবোর সিনিয়র কর্মকর্তার যোগসাজশে এমন দূর্নীতি চলমান তাই কতৃপক্ষের দৃষ্টি গোচর কামনা করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com