• বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৯:১৮
সর্বশেষ :
সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে কমিশন গঠন খুলনায় ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত বিএনপি’কে সতর্কবার্তা জামায়াতে’র শ্যামনগরে খাল উন্মুক্তের দাবীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষের মানববন্ধন নারায়ণগঞ্জে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত মহম্মদপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ ডুমুরিয়া উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃ’ত্যু

শ্যামনগরে সুপিয় পানির জন্য হাহাকার, সরকারীভাবে বর্ষার পানি সংরক্ষণের ট্যাংক দাবি 

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২৭১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩ মে, ২০২৪
সরকারীভাবে বর্ষার পানি সংরক্ষণের ট্যাংক দাবি 

শ্যামনগর উপজেলার উপকূলীয় এলাকার সুপেয় পানির ব্যাপক সংকট। বিভিন্ন বিত্তমান মানুষের পক্ষ থেকে বিশেষ করে আকিজ গ্রুপের পক্ষ থেকে শ্যামনগরের উপকূলীয় প্রত্যন্ত এলাকায় বর্ষার পানি সংরক্ষণের জন্য  গনজলাধার নির্মাণ করেন। যাহা চাহিদার তুলনায় অপ্রতুল।
স্বরে জমিনে দেখা যায়, উপজেলার ৯ নং  বুড়িগোয়ালিনী ইউনিয়নের  ৭ নং ওয়ার্ডে সুন্দরবন উপকূলীয় দাতিনাখালি গ্রামে ৩৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে গত ২০১৯ সালে আকিজ ট্র্রাষ্ট এর অর্থায়নে বর্ষার পানি সংরক্ষণের একটি  গনজলাধার তৈরি করে দেন। উক্ত জলাধার থেকে হাজার হাজার পরিবার সুপিয় পানি সংগ্রহ করছেন। যাহা চাহিদার তুলনায় অপ্রতুল। পানি আনতে আসা শেফালী খাতুন বলেন, সকাল বেলা ঘুম থেকে উঠে কলস নিয়ে আসতে হয় পানি নেওয়ার জন্য। এতে কলসের যে লাইন পড়ে তাতে পানি নিয়ে বাড়ি যেতে অনেক দেরি হয়।  সংসারের কাজের ব্যাপক ক্ষতি হওয়ায় সংসারে অনেক অশান্তির সৃষ্টি হয়।
এ ছাড়া বহু দূর থেকে পানি আনার জন্য নারীরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়।  তিনি সরকারিভাবে এই এলাকার প্রতিটি পরিবারে বর্ষার পানি সংরক্ষণের জন্য একটি করে গাজী ট্যাংক প্রদানের দাবি জানান। লাভলী বেগম জানান, আকিজ গ্রুপের পক্ষ থেকে আরো একটি  বর্ষার পানি সংরক্ষণের গনজলাধার তৈরি করে দিতো তাহলে এই এলাকার মানুষের সুপিয়  পানির চাহিদা দূর হতো।
আব্দুল গফুর মোড়ল ও মহব্বত মোড়ল  জানান, আমরা ৩ জন কোন মজুরি ছাড়া প্রচন্ড রোদ্রের মধ্যে  মানুষের পানি সরবরাহ করে যাচ্ছি। এতে আকিজ গ্রুপের পক্ষ থেকে কোন মজুরি দেওয়া হয় না। পাশে মসজিদ কমিটির পক্ষ থেকে কিছু মজুরি দেওয়ার আশায় দিয়েছে। বিত্তমান মানুষের পক্ষ থেকে বা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে একটু ছায়ার ব্যবস্থার দাবি জানান।
এ ছাড়া তারা আরো জানান, পাশে ৩৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পানির ট্যাংকি থেকে পাইপের মাধ্যমে আকিজ গ্রুপের টাংকিতে পানি আসে।  উক্ত পাইপটি ফেটে গেছে যাহা এখনি পরিবর্তন করা  প্রয়োজন।  এ বিষয়  উপজেলা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমানের সাথে মুঠো ফোনে কথা হলো তিনি বলেন আমি কোন তালিকা করি নাই।
তালিকা করেন স্থানীয় চেয়ারম্যান, উপজেলা পরিষদ ও এমপি মহোদয়। স্থানীয় চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম জানান, আমার ইউনিয়নে অনেক স্থানে সুপিয় পানির খুবই অভাব। বর্ষার পানি সংরক্ষণের জন্য সরকারি ভাবে যে সমস্ত ট্যাংকি বরাদ্দ হয়েছে তাহা চাহিদার তুলনায় খুবই কম। আমি এ বিষয়ে এমপি মহোদয় কে আরো ট্যাংকি বরাদ্দের দাবি জানিয়েছি । সাতক্ষীরা ৪ আসনে সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন মহোদয় সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের ওই এলাকা থেকে যারা আমার কাছে দরখস্ত করেছে তাদের জন্য পানির ট্যাংক বরাদ্দ হয়েছে,পর্যায়ক্রমে সকলে পাবে।
ছবির ক্যাপশন- শ্যামনগর উপজেলার উপকূলীয় বুড়িগোয়ালিনীর দাতিনাখালি গ্রামে আকিজ গ্রুপের নির্মিত বর্ষার পানি সংরক্ষণের ট্যাংকি হতে সুপিয়  পানি সংগ্রহের জন্য কলসের  লাইন দিয়ে অপেক্ষা করছে নারীরা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com