• বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৭:৪৭
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সাতক্ষীরা-১ আসনে পাঁচ প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আব্দুস সালামকে ক্রেস্ট উপহার দিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলমগীর কবির তালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত তালার হাজরাকাটিতে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পেট্রোল ওজনে কম দেওয়ায় ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা দেবহাটায় গনভোট ও বাল্য বিবাহ নিরোধ সম্পর্কে অবহিত করতে মহিলা সমাবেশ শ্যামনগরে বাঘ বিধবাকে হ*ত্যার উদ্দেশ্যে ধা*রালো দা দিয়ে কু*পিয়ে গুরুতর জ*খম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে সাতক্ষীরার রাজনৈতিক মাঠ দেবহাটায় উপজেলা পুষ্টি কমিটির আয়োজনে সমন্বয় সভা সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে দুইজন গ্রেফতার

শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আব্দুস সালামকে ক্রেস্ট উপহার দিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলমগীর কবির

জিএম আমিনুল হক / ৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলমগীর কবির ২১ জানুয়ারি বুধবার আকস্মিকভাবে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

 

পরিদর্শনকালে জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালামকে সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের সকল শিক্ষকের উপস্থিতিতে তাকে ক্রেস্ট উপহার দেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলমগীর কবির।

 

পরিদর্শন শেষে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিদ্যালয়টির সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বিদ্যালয়ের মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি আগামীতে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সকল শিক্ষক ও কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

 

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মুহম্মদ আবুল খায়ের।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মঞ্জুর এ মতিন, সহকারী শিক্ষক আজিজুল ইসলাম, মো. হাবিবুর রহমান, রুহুল আমিন বাবলু, রেহেনা আক্তার বানু, যামিনী কুমার দেবনাথ, শ্বাশত সুন্দর মন্ডল, শর্মিষ্ঠা মজুমদার, মাওলানা কাজী শামসুর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com