সাতক্ষীরা আইনজীবী সহকারি সমিতির সিনিয়র সদস্য আমের আলীর মৃত্যুতে সমিতির পক্ষ থেকে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
১ সেপ্টেম্বর সোমবার দুপুর ২ টার সময় সমিতির কার্যালয়ে আইনজীবী সহকারি সমিতির সভাপতি শেখ আব্দুল মান্নান বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবুর পরিচালনায় উপস্থিত ছিলেন আইনজীবী সহকারী সমিতির সহ-সভাপতি আব্দুর রহমান, তারক চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সহ-সম্পাদক ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ এম শফিকুল ইসলাম, সদস্য গোলাম রব্বানী আলম, আব্দুল হাকিম, আব্দুস সামাদ, বিধান চন্দ্র মন্ডল, মেহেদী হাসান।এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সদস্য আব্দুল হান্নান,জি এম.রুহুল আমিন ,আব্দুর রহমান , আতিয়ার রহমান,ইমান আলী , কামরুজ্জামান বাবু প্রমুখ।
শোক সভায় আমের আলীর রূহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্টিত হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
প্রসঙ্গত গত ২০ শে আগস্ট হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ২৯ আগষ্ট দুপুর ২ টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে এক ছেলে দুই মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
৩০ আগস্ট শনিবার সাতক্ষীরা সদর উপজেলার সাতানী গ্রামে পারিবারিক কবরস্থানে প্রয়াত আমের আলীর দাফন সম্পন্ন করা হয়।
https://www.kaabait.com