সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম-এর দিকনির্দেশনায় এবং সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
গত ৮ ডিসেম্বর এ অভিযানে অংশ নেন এএসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান ও এএসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমানসহ সঙ্গীয় ফোর্স। অভিযানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— ১) ফজলে সাব্বি সোহান, পিতা এস. এম. রেজাউল ইসলাম, সাং শাল্যে, থানা সাতক্ষীরা সদর, জেলা সাতক্ষীরা। ২) মোঃ আশরাফুল ধাবক, পিতা মৃত ওসমান গনি, সাং গোবন্দিকাটি, থানা সাতক্ষীরা সদর, জেলা সাতক্ষীরা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে সাজা পরোয়ানা ভুক্ত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের বিধি মোতাবেক পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানানো হয়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
https://www.kaabait.com