সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম এর দিকনির্দেশনায় এবং সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম এর নেতৃত্বে গত ৭ ডিসেম্বর, বুধবার বিশেষ অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে এএসআই (নিঃ) মোঃ মফিজুর রহমান, এএসআই (নিঃ) মোঃ জাহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিম্নবর্ণিত তিনজনকে আটক করেন—
মোঃ আজিজুল, পিতা– মোঃ ওয়াজেদ আলী
সাং– ঘুড্ডরে ডাঙ্গী
থানা– সাতক্ষীরা সদর, জেলা– সাতক্ষীরা
হীরক মন্ডল (১৯), পিতা– অরুণ মন্ডল
সাং– নাটানা
থানা– আশাশুনি, জেলা– সাতক্ষীরা
(বর্তমানে পুরাতন সাতক্ষীরা ঘোষপাড়া এলাকার জনৈক মোঃ রেজাউল ইসলাম, পিতা– আমিনুল ইসলাম এর বাড়ির ভাড়াটিয়া)
মোঃ ইসমাইল হোসেন বাবু, পিতা– আব্দুল মজিদ
সাং– কুখরালী
থানা– সাতক্ষীরা সদর, জেলা– সাতক্ষীরা।
আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
https://www.kaabait.com